Saturday, February 28, 2009

গ্রাম দখলের লড়াইঃ রণক্ষেত্র চন্দ্রকোনা,সিপিএমের গুলিতে জখম ৮ গ্রাম বাসি

প্রিয়াংকা রায়,ঘাটাল,পঃবঃ,২৮শে ফেব্রু’০৯
গ্রাম দখলের লড়াই গুলি বোমা নিয়ে আক্রমন করলো সি পি এমের স্বসস্ত্র বাহিনী। তাদের ছোঁড়া গুলিতে আহত গ্রাম বাসি।
ঘটনাটি নতুন নয় সিপিএমের এ রকম তান্ডব চলে এ রাজ্যে মাঝে মধ্যেই। শুধু পালটে যায় স্থান কাল।
এলাকা দখলের উদ্দেশ্যে একদল স্বসশ্ত্র যুবক শুক্রবার ভোরে চন্দ্রকোনা টাউন থানার কৃষ্ণপুরে আক্রমন চালায়। সি পি এমের এই বাহিনীর আক্রমনে জখম হন ৮ জন গ্রামবাসি।
জখম গ্রাম বাসিদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গোলাগুলির খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে। পুলিশের গুলিতে দু’জন আক্রমন কারী আক্রান্ত হলে তারা পালিয়ে যায়।
লোকসভা ভোটের আগে কৃষ্ণপুরে দল ছুটদের বাগে আনতে পূর্ব পরিকল্পিত ভাবে সি পি এম এই আক্রমন করেছে। দলীয় সমর্থকদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল । সি পি এম এর এই পরিকল্পনা পরে ফাঁস হয়ে যায়।যদিও সিপিএমের চন্দ্রকোনা -১ নং জোনাল কমিটির সম্পাদক তথা স্থানিয় বিধায়ক এই পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।
http://vinnobasar.blogspot.com/2009/03/new-ad-to-be-continued.html

No comments:

Post a Comment