Friday, February 6, 2009

মুম্বাই এর সন্ত্রাসে সরাসরি পাকিস্তানের আই এস আই এর হাত প্রমানিত………।


৫ই ফেব্র"য়ারি২০০৯ মুম্বাই হামলার পরিকল্পনাকারীদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র যোগসাজশ ছিল। ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন একথা বলেছেন। তার এ কথার মধ্য দিয়ে ভারত সরকার এই প্রথম মুম্বাই হামলায় সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থাটির নাম উল্লেখ করল। "অপরাধীরা পাকিস্তান থেকেই পরিকল্পনা করেছে, প্রশিক্ষণ নিয়েছে এবং হামলা পরিচালনা করেছে। আর হামলার সংগঠকরা আইএসআই'র গ্রাহক ছিল এবং আছে। আইএসআই তাদের সৃষ্টি করেছে।" প্যারিসে ফরেন অ্যাফেয়ার্স সংক্রান্ত এক সম্মেলনে বুধবার শিবশঙ্কর একথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় শিবশঙ্করের এই বক্তব্য বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ করে। নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং ভারত শান্তি আলোচনা স্থগিত করেছে। এ পরিস্থিতিতে মেনন পাকিস্তানের বিরুদ্ধে আরও তীব্র অভিযোগ আনলেন। মুম্বাই হামলা তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টিও পাকিস্তান কৌশলে এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com

No comments:

Post a Comment