Friday, February 20, 2009

আবার সেক্সি সেনসেক্স, মুদ্রাস্ফিতি ১৪মাসে নিম্নতম...

কলকাতা,২০শে ফেব্রুঃ০৯

টানা তিন দিন শেয়ার বাজার নিম্নগামি থাকার পর, মুদ্রাস্ফিতির ৩.৯২ শতাংশে নামায় সুখবরে উঠলো শেয়ার বাজার। ফের চাঙ্গা হল দালাল ষ্ট্রিট। শেয়ার কেনার দিকে ঝুঁকছে লগ্নিকারিরা। বিশ্ব মন্দার প্রভাবে এতদিন সোনা কেনার মত স্থায়ি লগ্নির দিকে ঝুঁকছিলেন লগ্নিকারিরা। মুদ্রাস্ফীতির হার কমার সুখবরে কেনাকাটি বেড়েছে শেয়ার বাজারে। মূল্যবৃদ্ধির হার কমেছে চার শতাংশ। যা গত চোদ্দ মাসে নিম্নতম। মুল্যবৃদ্ধির হার কমার এই প্রেক্ষিতে শেয়ার বাজার যেমন চাঙ্গা তেমনি রিজার্ভ ব্যাঙ্ক পুনরায় সুদের হার কমানোর কথা চিন্তা করছে।ব্যাঙ্কিং শিল্প মহলের আশা চলতি অর্থ বর্ষে মুদ্রাস্ফিতি আরও দুই শতাংশ কমবে। ফলে ব্যাঙ্কে সুদের হার কমার সম্ভাবনাও প্রবল। আই,সি,আই,সি,আই ব্যাঙ্কের কর্তা কে ভি কামাথ থেকে এইচ ডি এফ সি ব্যাঙ্কের অর্থনিতিবিদ জ্যোতিন্দর কাউর সকলের মতে এবার সুদের হার আরও কমবে বলে জানিয়েছেন। মুদ্রাস্ফিতি কমার কারনে সোনার দামও কমছে বলে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোরি(১০গ্রাম) পিছু সোনার দাম ১৫,৮৮৫ টাকা।






No comments:

Post a Comment