Wednesday, February 18, 2009

অর্কুট, ফেসবুকে যেসব বিবাহিতরা, পরিচয় লুকিয়ে প্রেম করছে-তারা সাবধান হৌন-ধরা পড়লেই ডিভোর্স

কলকাতা,১৮ইফেব্রু০৯
“আমি কোনও দিন কল্পনাও করতে পারিনি , আমার স্বামি আমাকে ডিভোর্স দিতে চলেছে। ওর ব্যবহারে কোনও সন্দেহও হয়নি। ব্যাপারটা আমি জানতে পারি এক সোসাল নেটওয়ার্ক সাইটের মাধ্যমে”।
বক্তব্যটি ব্রিটিশ নাগরিক ইমমা ব্রাডির। ৩৫ বছর বয়স্ক ইমমা তার স্বামীর এই অদ্ভুত আচরনে হতবাক। তার স্বামি ছয় বছর ধরে “ফেসবুক” নামে এক সামাজিক সম্পর্ক স্থাপনের ওয়েব সাইটের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন এক অবিবাহিত মহিলার সাথে।
সেই ফেসবুক বান্ধবীর প্রেমে ইমমার স্বামি এতই মসগুল যে ভরা সংসার ফেলে ছুটছেন ফেসবুক বান্ধবীর পিছু পিছু।
ফেসবুকে ইমমা নিজেও যোগ দিয়েছেন সম্প্রতী। আগ্রহ বসত স্বামির প্রোফাইলে আড়ি পাততে গিয়েই বিপত্তি.।
স্বামির স্ক্রাপ বুকের একটা ম্যাসেজ় যে তার জীবন এতটা বিপন্ন্ করে তুলবে,জীবন এতটা উথাল-পাথাল করে তুলবে তা স্বপ্নেও কল্পনা করেননি ইমমা। তার স্বামি নেইট ফেসবুকে একটা ম্যাসেজের মাধ্যমে ঘোষনা করেছেন- ‘নেইট ব্রেডি তার স্ত্রী ইমমা ব্রাডির সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছে’।
আর পাঁচটা দম্পতীর মতন আমাদের সম্পর্ক স্বাভাবিক যাকে বলে অম্ল-মধুর ছিলো কিন্তু ওর এই মতিভ্রম আমাকে অবাক করেছে জানালেন ইমমা।
ফেসবুক কেবল মাত্র মজার জন্য আমি জয়েন করে ছিলাম। আমার অফিসের এক বান্ধবী আমাকে এই ওয়েব সাইটের সাথে পরিচয় করায়। এই ফেসবুক যে আমার জীবন এমন উথাল পাথাল করে দেবে তা আমি ভাবতেও পারিনি। ওর লাম্পট্যও আমার কাছে পরিস্কার হয়ে গেলো এই সাইটেরই দৌলতে।
আক্ষেপের সুরে কথাগুলি বলছিলেন ইমমা।
সোসাল নেটওয়ার্ক সাইটের মাধ্যমে অনেকেই নিজের আসল পরিচয় গোপন করে অনেক কুকর্ম করেন। বিবাহিত হয়েও অবিবাহিত সেজে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। জীবনটাকে খেলার ছকে নেন। এই খেলা যে বাস্তব জীবনকে তছনছ করে দিতেপারে তার উদাহরন ব্রিটিশ যুক্ত্রাজ্যের ব্রেডি দম্পতী।
সংসার ভাঙার আবেদনে এখন তারা আদালতের কাঠগোড়ায়।
এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার সেইসব মানুষদের যারা ছেলেখেলা মনে করে ব্যবহার করে চলেছে সোসাল নেটওয়ার্ক সাইট গুলিকে।
http://nriparentalcare.com/promotions




No comments:

Post a Comment