
ভাস্কর ব্যানার্জী,কলকাতা,১০ই ফেব্রু'০৯
রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের শিক্ষা বিরোধী বলেছেন বারবার।বামফ্রন্ট, মুখ্যত সি পি আই(এম)এর তরফ থেকে বার বার বলা হয়েছে তারা নীতিহীন,আদর্শহীন।
এবার মাওবাদীরা পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন সি পি এম এর বিরুদ্ধে,তারা জবাব দিতে চান সি পি এম এর সব প্রশ্নের। বসতে চান সি পি এম এর সাথে বিতর্কে।
সিপিআই(মাওবাদি)-র রাজ্য সম্পাদক কাঞ্চনের দাবি সি পি এম মুখে মাওবাদীদের রাজনৈতিক মোকাবিলা ছাড়া ওরা আর কিছুই জানে না।
সি পি এম এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের সাথে মার্ক্সবাদী আদর্শ থেকে সি পি এম যে বিচ্যুত সে কথা বার বার প্রকাশ করেছেন এই মাওবাদী নেতা।
কাঞ্চনের অভিযোগ, কোয়েম্বাটুরে পার্টি কংগ্রেসে সি,পি,এম আদিবাসি উন্নয়নের গাল ভরা প্রতিশ্রুতি দিলেও, ৩২ বছরে পশ্চিম বঙ্গে বাম শাসনে তারা আদিবাসি উন্নয়নের কিছুই করেনি। বরং নিরিহ আদিবাসিদের নানা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নের অজুহাতে তাদের বস্তু জমি থেকে উৎখাত করেছে।মিত্তল,জিন্দল,টাটাদের হাতে জমি তুলে দিয়ে কেড়ে নিয়েছে কৃষি জমি।
এই মাত্রাহীন শোষণে বীতশ্রদ্ধ হয়ে আদিবাসি সমাজ লালগড়ে আন্দোলনে নেমেছে বলে মনে করেন কাঞ্চন। এ রাজ্যে জঙ্গল মহলের স্থায়ী সমস্যা গুলি চিহ্ণিত করে তার আসু সমাধানও দাবি করেছেন এই মাওবাদী নেতা।
রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের শিক্ষা বিরোধী বলেছেন বারবার।বামফ্রন্ট, মুখ্যত সি পি আই(এম)এর তরফ থেকে বার বার বলা হয়েছে তারা নীতিহীন,আদর্শহীন।
এবার মাওবাদীরা পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন সি পি এম এর বিরুদ্ধে,তারা জবাব দিতে চান সি পি এম এর সব প্রশ্নের। বসতে চান সি পি এম এর সাথে বিতর্কে।
সিপিআই(মাওবাদি)-র রাজ্য সম্পাদক কাঞ্চনের দাবি সি পি এম মুখে মাওবাদীদের রাজনৈতিক মোকাবিলা ছাড়া ওরা আর কিছুই জানে না।
সি পি এম এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের সাথে মার্ক্সবাদী আদর্শ থেকে সি পি এম যে বিচ্যুত সে কথা বার বার প্রকাশ করেছেন এই মাওবাদী নেতা।
কাঞ্চনের অভিযোগ, কোয়েম্বাটুরে পার্টি কংগ্রেসে সি,পি,এম আদিবাসি উন্নয়নের গাল ভরা প্রতিশ্রুতি দিলেও, ৩২ বছরে পশ্চিম বঙ্গে বাম শাসনে তারা আদিবাসি উন্নয়নের কিছুই করেনি। বরং নিরিহ আদিবাসিদের নানা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নের অজুহাতে তাদের বস্তু জমি থেকে উৎখাত করেছে।মিত্তল,জিন্দল,টাটাদের হাতে জমি তুলে দিয়ে কেড়ে নিয়েছে কৃষি জমি।
এই মাত্রাহীন শোষণে বীতশ্রদ্ধ হয়ে আদিবাসি সমাজ লালগড়ে আন্দোলনে নেমেছে বলে মনে করেন কাঞ্চন। এ রাজ্যে জঙ্গল মহলের স্থায়ী সমস্যা গুলি চিহ্ণিত করে তার আসু সমাধানও দাবি করেছেন এই মাওবাদী নেতা।
**(ছবিতে মাওবাদী নেতা সোমেন, বর্তমানে জেলে)
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com

No comments:
Post a Comment