আগামী রবিবার ২২ শে ফেব্রুয়ারি মুখোমুখি চিরপ্রতিদ্বন্দি ইষ্টবেঙ্গল-মোহনবাগান। আই লিগের খেলার উত্তাপের পারদ যেমন তুঙ্গে ,তেমন ব্যস্ততা টিকিট সংগ্রহের। যুবভারতী ক্রীড়াঙ্গনে লম্বা লাইন। লম্বা লাইন ই টিকিটের স্টলেও।
বেসরকারি টিভি চ্যানেল ২৪ ঘন্টা সরাসরি এই খেলা সম্প্রচার করলেও; মাঠে গিয়ে সরাসরি খেলা দেখার মজাই আলাদা। তাই টিকিটের সন্ধানে দূর দুরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে।
কলকাতার পাড়ায় পাড়ায় ঝুলছে সমর্থকদের টাঙানো ক্লাবের পতাকা। কর্মকর্তা ব্যস্ত টিকিট জোগাড় করতে। ম্যাটাডোর বুকিং-এর বাজারও বেশ চড়া। ইতিমধ্যেই রবিবারের জন্য বুকিং হয়ে গেছে বেশিরভাগ ম্যাটাডোর-লরি।
মোহনবাগান সমর্থকদের গলা একটু চড়া। ৩৩ পয়েন্ট পেয়ে আই লিগের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে সবুজ-মেরুন।
ইষ্টবেঙ্গল কি পারবে মোহন বাগানের এই দম্ভে চিড় ধরাতে? সেটা দেখার জন্য এখনো অপেক্ষা করতে তিন-তিনটি রজনী।
http://nriparentalcare.com/promotions

No comments:
Post a Comment