৭ই ফেব্রুয়ারি ২০০৯ শ্রীলংকায় যুদ্ধাঞ্চল থেকে গত দুদিনে বাইশশোরও বেশি মানুষ নিরাপদ এলাকায় পালিয়ে এসেছে। সেনাবাহিনী ২৫ বছর ধরে চলা যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটানোর ঘোষণা করেছে শুক্রবার। শ্রীলংকার উত্তর-পূর্বের জঙ্গলের ৬৭ বর্গমাইল এলাকায় দু'পক্ষের মধ্যে যুদ্ধ এখন কেন্দ্রীভূত হয়ে আছে। সেনাবাহিনী বলছে, তামিল টাইগাররা সেখানে ঘেরাও হয়ে আছে। হাজার হাজার বেসামরিক লোকও আটকে পড়ে আছে সেখানে। শ্রীলংকার সরকারের পাশাপাশি অনেক দেশও বলছে, তামিল টাইগাররা তাদের চলে যেতে না দেওয়ার তাদের জীবনের ওপর ভয়ানক হুমকি সৃষ্টি হয়েছে। তবে গত তিন সপ্তাহে এদের অনেকে যুদ্ধাঞ্চল থেকে বের হয়ে এসেছে। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়ক্কারা শুক্রবার বলেন, "আজ এখন পর্যন্ত ৬০০ লোক এসেছে। আগেরদিন এসেছিল ১ হাজার ৬৩৭ জন। যুদ্ধ শেষ করতে কত দিন লাগবে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করব। আগে সব বেসামরিক লোককে বের হয়ে আসতে দিন, তারপর দেখাবো আমরা কত দ্রুত তা শেষ করতে পারি।" সাহায্য সংস্থাগুলোর মতে, যুদ্ধাঞ্চলে আটকা পড়ে আছে প্রায় আড়াই লাখ মানুষ। তবে শ্রীলংকা সরকারের দাবি আটকে পড়াদের সংখ্যা এর অর্ধেক। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বলেছেন, বেসামারিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করেই সেনা অভিযান চলবে। Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
No comments:
Post a Comment