www.nriparentalcare.com

আজ জাতীয় লীগের খেলায় মোহন বাগান ২-১ গোলে হারাল এয়ার ইন্ডিয়াকে। খেলার ১৩মিনিটের মাথায় উত্তম সিংয়ের গোল এয়ার ইণ্ডিয়া কে এগিয়ে দেয়।
এর পরে জ্বলে ওঠে মোহনবাগান, জেমস এর কর্নারে হেডে গোল করেন ব্যারেটো (৪৩ মিঃ)। খেলার ফলাফল তখন ১-১।
এরপ র দ্বিতিয়ার্দ্ধের মাঝামাঝি সময়ে শেষ গোলটি করেন ব্যারেটো। জয় লাভ করে মোহনবাগান।
ম্যান অফ দ্যি ম্যাচ ব্যারেটো।
এর পরে জ্বলে ওঠে মোহনবাগান, জেমস এর কর্নারে হেডে গোল করেন ব্যারেটো (৪৩ মিঃ)। খেলার ফলাফল তখন ১-১।
এরপ র দ্বিতিয়ার্দ্ধের মাঝামাঝি সময়ে শেষ গোলটি করেন ব্যারেটো। জয় লাভ করে মোহনবাগান।
ম্যান অফ দ্যি ম্যাচ ব্যারেটো।
No comments:
Post a Comment