
ডাক্তারের অনুমতী মিললো বাড়ি ফিরে এলেন মনমহন। বাড়ি ফিরে প্রাতরাশ সারলেন স্ত্রী ও মেয়েদের সাথে। যদিও এখনই স্বাভাবিক কাজ কর্মে ফিরে যেতে পারছেন না।নিয়ম মেনে চলা, হাল্কা ব্যায়াম আর তার সাথে সম্পুর্ন বিশ্রাম।
মনমহনের দেখাশোনার জন্য প্রধানমন্ত্রী বাসভবনে সব সময়ের জন্য উপস্থিত থাকবেন দু’জন ডাক্তার, আশিষ কন্ট্রাক্টার ও বিজয় ডি.সিলভা। থাকবেন তিন জন নার্স।
ডাক্তাররা তার মনের জোরের প্রশংসা করে বলেছেন।–মনের জোরেই দ্রুত আরগ্য লাভ করতে পারলেন প্রধানমন্ত্রী।
এতদিন হাসপাতালে ডাক্তারদের সাথে কি কথা হ’ল প্রধানমন্ত্রীর?
মূলত দেশ ও দেশ চালানোর কথা। দেশের হালহকিকত নিয়ে বেশি আলোচনা করেছেন মনমহন । নিজের শরীর নিয়ে বিশেষ চিন্তিত ছিলেন না। ডাক্তারদের সাথে খোলা মনে কথা বলেছেন।
প্রধানমন্ত্রীর অস্ত্র প্রচারের প্রধান ডাক্তার রমাকান্ত পান্ডা জানিয়েছেন – সাধারনত এই ধরনের রুগীরা সেরে উঠতে ছয় সপ্তাহ সময় নেয়।পান্ডার বিশ্বাস মনের জোরে চার সপ্তাহে সেরে উঠবেন প্রধানমন্ত্রী।

Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
No comments:
Post a Comment