Saturday, February 14, 2009

জাতীয় লিগের খেলায় ইষ্টবেঙ্গল ক্লাব ৪-১ গোলে হারাল ভাস্কো,এস,সি কে।


আজ জাতীয় লিগের খেলায় ইষ্টবেঙ্গল ক্লাব ৪-১ গোলে হারাল ভাস্কো,এস,সি কে। গোয়ার পানাজি ষ্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে ইষ্টবেঙ্গল জয়লাভ করে। ২৯মিনিটের মাথায় ইষ্ট বেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন সুনীল ছেত্রী।কিছুক্ষন পরেই ইয়াকুবু খেলার ৪৬ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে দেন দলকে । খেলার ৫২ মিনিটের মাথায় উজবেকিস্থানের প্লেয়ার শেরজড নাজারভ গোল করে পার্থক্য কমালেও এবং খেলার ৫৬ মিনিটের মাথায় ৩-১ গোলে ইষ্টবেঙ্গলকে এগিয়ে দেন ইয়াকুবু ।খেলার ৯০ মিনিটের মাথায় সুনীল ছেত্রী অন্তিম গোল করে দলকে ৪-১ গোলে জ়য়ী করেন।

আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ইউসুফ ইয়াকুবু।

No comments:

Post a Comment