গত কাল রবিবার,সন্ধ্যা ৭ টা ৩০ নাগাদ বরানগর উত্তর প্রান্তের ১নং এল,সির সি.পি.আই(এম) কর্মী রঞ্জন মজুমদার কে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু সৌভাগ্য ক্রমে রঞ্জনের গায়ে গুলি লাগেনি। গুলির আওয়াজে ও রঞ্জনের চিৎকারে আশপাশের মানুষ বেড়িয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
এই ঘটনার পর সিপিএম কর্মী সমর্থকরা তদন্তের দাবিতে বরানগর থানা ওবরোধ করে।
এই সময়ে দক্ষিন বরানগর শহরের বঙ্গলক্ষী বাজারে যুব কংগ্রেসের এক পথ সভা চলছিল। এই ঘটনা তাদের গোচরে আসার পর ওই মঞ্চ থেকেই এই সমাজ বিরোধী কর্মের তিব্র প্রতিবাদ জানানো হয়।
ছাত্র পরিষদের সাধারন সম্পাদক স্বরূপ বোস জানান ‘এলাকায় এই সমাজ বিরোধী কর্মকান্ড আবিলম্বে বন্ধ হওয়া উচিৎ। সিপি এম এর আভ্যন্তরীন গোষ্ঠি দ্বন্দ, প্রোমোটারী ও জমি দখলের লড়াই এই অশান্তির মূল কারণ। আমিতাভ নন্দি ও মানষ মুখার্জীর মাত্রাতিরিক্ত কুকর্মের ফলে অশান্ত হয়ে উঠেছে অঞ্চল। রাজ্য ছাত্রপরিষদের সম্পাদক নিতাই মন্ডল ও দক্ষিন বরানগর যুব কংগ্রেসের সভাপতি তপন কুমার রায় জানালেন, উক্ত ঘটনা যে সম্পূর্ন সিপিএমের গোষ্টিদ্বন্দের ফসল এই বিষয়ে অঞ্চলের মানুষের কোন সন্দেহ নেই। নিতাই বাবুরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অবিলম্বে অপরাধিদের গ্রেপ্তার করতে বরানগর থানার ওসির নিকট দরবার করেন। বরানগর থানার ওসি সুদিপ রায় জানান আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি,দোষীদের অবিলম্বে ধরা হবে এবং তদন্তের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:
Post a Comment