কেরল এর প্রাক্তন মুখ্যমন্ত্রি এ কে নারায়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কেরল এর স্থানীয় এক আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য,গত ৫ বছর আগেই প্রয়াত হয়েছেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রি।
প্রয়াত মুখ্যমন্ত্রির মৃত্যুর খবরটা গোপন ছিল না।তাহলে এ রকম হাস্যকর কান্ড ঘটল কি ভাবে?
বাস্তবত এ কে নায়নার যে মৃত তা আদালত কে জানানই হয়নি আর তাতে এই বিপত্তি।অতিরিক্ত ম্যাজিস্ত্রেট এস বালাকৃশ্নান এই নিয়ে দু বার সমন জারি করলেন নায়নার নামে।
২০০৭ সালের জানুয়ারী মাসে প্রথম নায়নার এর নামে গ্রেপ্তারি পরয়ানা জারি করার পরেও আজ পর্যন্ত পুলিশ নায়নার ডেথ সার্টিফিকেট এর রিপোর্ট পেশ করতে পারেনি।
আইন অনুসারে কোনও ব্যক্তির নামে মামলা তুলতে গেলে তার ডেথ সার্টিফিকেট আদালতে পেশ করা জরুরি।
২০০২ সালে সিপিএম এর কালেকটারকে অবরোধ করার এক মামলায় নায়ানার অভিযুক্ত।আইনের জাঁতাকলে চিরশান্তির পরেও জারি হচ্ছে গ্রেপ্তারির ভাগ্য বিড়ম্বনা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment