Monday, February 9, 2009

বাম শাসনের পরিবেশ বলে কিছুই রইল না: সুভাষ দত্ত

ভাস্কর ব্যানার্জী ৯ফেব্রু ২০০৯,কলকাতাঃ ৩২ বছরে বাম শাসনের পরিবেশ বলে কিছুই রইল না। রাজনৈতিক জনসভার নামে সি,পি,আই,এম ক্যাডাররা ময়দানে দাপিয়ে বেড়াল।যত্রতত্র আগুন জ্বালিয়ে পিকনিকে মত্ত হল।বাম শাসনের নানা অপকর্ম নিয়ে আদালতের দ্বারস্থ হলাম”।
রবিবার বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের প্রসঙ্গে পরিবেশবিদ সুভাষ দত্ত তার প্রাথমিক প্রতিক্রিয়ায় এক নিশ্বাসে বলে ফেললেন কথা গুলি।
বস্তুত কাল সারা দিন শহর অবরুদ্ধ হয়ে যায় বাম সমর্থকদের দাপটে উচ্চ আদালতের যাবতীয় নির্দেশ মানে সভা হবে এমন কথা বাম নেতৃবৃন্দের তরফ থেকে পূর্ব ঘোষিত থাকলেও আদপে তার কোন তোয়াক্কায় করা হয়নি।
ময়দানে সবুজ ঘাসের উপর রীতিমতো হাঁড়ি কুড়ি চড়িয়ে উনুন জ্বেলে পার্টি সমর্থকদের চড়ুই ভাতি ক্ষতি গ্রস্থ করেছে ময়দানের পরিবেশ।সৃষ্টি হয়েছে দুর্ঘটনার।
সি,পি,আই,এম সমর্থকদের নিয়ে ব্রিগেডে আসা একটি বাসে হঠাৎই আগুন জ্বলে যায়।প্রাথমিক তদন্তের পর দমকল সূত্রে জানানো হয়েছে যে, বাসের সামনে ষ্টোভ জ্বালিয়ে রান্না করার সময় ষ্টোভ ফেটে যাওয়ায় এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।অমরেশ মাইতি (৪০)নামে এক ব্যাক্তি এই দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন।অমরেশ বাবুর শরিরের অর্ধেক অংশই অগ্নিদগ্ধ।
এছাড়া ব্রিগেডে আগুন জ্বালিয়ে রান্না করার দায়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

Please visit vinnobasar sponsorer:

Taking care of your parents in Kolkata




No comments:

Post a Comment