

নিজস্ব সংবাদ দাতা,৯ই ফেব্রুঃ আমরাও ভুল করেছি। পঞ্চায়েত ভোটে একহতে পারিনি,মানুষ আমাদের শাস্তি দিয়েছেন। সেই শিক্ষা নিয়ে এবার ভূল শুধরে নিতে চাই।–বুদ্বদেব ভট্টাচার্য়
বসু অনুপস্থিত,এতদিন বাম ঐক্যের কথা মূলত শোনা যেতো বসুর কন্ঠে।মোট ২৫ মিনিটের ভাষনে প্রায় ১০মিনিট বুদ্ধ খরচ করলেন বাম ঐক্যের কথা বলে।
কূটনৈতিক ভাবে এদিন প্রচেষ্টা করেন বাম ঐক্য মজবুত করতে।বুদ্ধের শাসনে আর,এস,পি নেতা ও পূর্ত মন্ত্রী ক্ষিতি গোস্বামীর সাথে সংঘাত বেঁধেছে নানা প্রসঙ্গে।সমাবেশে ক্ষিতি গোস্বামীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট গড়ার প্রসংগ উত্থাপন করলেও সেটা যে সহজ কাজ নয় তা স্বীকার করে নেন বুদ্ধদেব।ভোটের পর যে কংগ্রেসের সঙ্গে সরকার গড়তে হতে পারে এমন সম্ভাবনাও খারিজ করেন নি বুদ্ধ।নইলে বিজেপির মতো ফ্যাসিষ্ট ধর্মীয় শক্তি ক্ষমতায় আসতো।
বক্তব্যে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী তৃনমূলের রাজনীতিকে শিল্প বিরোধী বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন-নন্দিগ্রামে শিল্প হবে না বলার পরও ওরা আন্দোলন করলো।আমরা চলে এলাম নয়াচরে।এখন কাগজে দেখছি নয়াচরের পরিবেশ নিয়ে ওরা খুব চিন্তিত। যেন নয়াচরে হিরোসিমা নাগাসিকা হয়ে যাবে। কেন্দ্রের পরিবেশ মন্ত্রক আমাদের অনুমতি দিয়েছে।ওরা কি মূর্খ?? আমরা নয়াচরে এগবোই।
এই প্রসংগে পরে মমতা বন্দোপাধ্যায়কে প্রশ্ন করা হলে। তিনি জানান-কেন্দ্রীয় মন্ত্রিসভা এখনো নয়াচরে প্রকল্পের অনুমতি দেয়নি।জিয়লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তাদের রিপোর্ট দিক।এই প্রকল্পে কি কি ক্ষতি হবে তা বিশদ ভাবে জানাতে হবে।তৃনমূল কংগ্রেস যে কোনও তুফানের বিরুদ্ধে লড়বে অনুমতি দেয়নি।
ব্রিগেডের সমাবেশে বুদ্ধের সঙ্গে তালে তালে মেলালেন শরিক নেতৃবৃন্দও।শিল্প প্রসঙ্গে বিরোধীদের তুলোধনার সাথে কর্মি সমর্থকদের আবেদন জানালেন বাম ঐক্য অটুট রাখার। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু,সি,পি,আই রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার ছাড়াও দীর্ঘ বক্তব্য রাখেন প্রবীন ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com
বসু অনুপস্থিত,এতদিন বাম ঐক্যের কথা মূলত শোনা যেতো বসুর কন্ঠে।মোট ২৫ মিনিটের ভাষনে প্রায় ১০মিনিট বুদ্ধ খরচ করলেন বাম ঐক্যের কথা বলে।
কূটনৈতিক ভাবে এদিন প্রচেষ্টা করেন বাম ঐক্য মজবুত করতে।বুদ্ধের শাসনে আর,এস,পি নেতা ও পূর্ত মন্ত্রী ক্ষিতি গোস্বামীর সাথে সংঘাত বেঁধেছে নানা প্রসঙ্গে।সমাবেশে ক্ষিতি গোস্বামীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট গড়ার প্রসংগ উত্থাপন করলেও সেটা যে সহজ কাজ নয় তা স্বীকার করে নেন বুদ্ধদেব।ভোটের পর যে কংগ্রেসের সঙ্গে সরকার গড়তে হতে পারে এমন সম্ভাবনাও খারিজ করেন নি বুদ্ধ।নইলে বিজেপির মতো ফ্যাসিষ্ট ধর্মীয় শক্তি ক্ষমতায় আসতো।
বক্তব্যে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী তৃনমূলের রাজনীতিকে শিল্প বিরোধী বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন-নন্দিগ্রামে শিল্প হবে না বলার পরও ওরা আন্দোলন করলো।আমরা চলে এলাম নয়াচরে।এখন কাগজে দেখছি নয়াচরের পরিবেশ নিয়ে ওরা খুব চিন্তিত। যেন নয়াচরে হিরোসিমা নাগাসিকা হয়ে যাবে। কেন্দ্রের পরিবেশ মন্ত্রক আমাদের অনুমতি দিয়েছে।ওরা কি মূর্খ?? আমরা নয়াচরে এগবোই।
এই প্রসংগে পরে মমতা বন্দোপাধ্যায়কে প্রশ্ন করা হলে। তিনি জানান-কেন্দ্রীয় মন্ত্রিসভা এখনো নয়াচরে প্রকল্পের অনুমতি দেয়নি।জিয়লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তাদের রিপোর্ট দিক।এই প্রকল্পে কি কি ক্ষতি হবে তা বিশদ ভাবে জানাতে হবে।তৃনমূল কংগ্রেস যে কোনও তুফানের বিরুদ্ধে লড়বে অনুমতি দেয়নি।
ব্রিগেডের সমাবেশে বুদ্ধের সঙ্গে তালে তালে মেলালেন শরিক নেতৃবৃন্দও।শিল্প প্রসঙ্গে বিরোধীদের তুলোধনার সাথে কর্মি সমর্থকদের আবেদন জানালেন বাম ঐক্য অটুট রাখার। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু,সি,পি,আই রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার ছাড়াও দীর্ঘ বক্তব্য রাখেন প্রবীন ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com

No comments:
Post a Comment