Monday, February 16, 2009

ছাত্রী কে ধর্ষণঃ যাদবপুরে গ্রেপ্তার তিন ছাত্র...।

ভাস্কর ব্যানার্জী,কলকাতা,১৬ই ফেব্রু'০৯
কথা ছিলো গেটটুগেদার পার্টী করবে বন্ধু-বান্ধবরা মিলে। ফোন করে ছাত্রীটি কে ডাকে তার বন্ধুরা। পার্টীটা হচ্ছিলো এক বন্ধুর মেস রুমে। ছাত্রীটি ছাড়াও উপস্থিত ছিলো আরো চার জন বন্ধু। কিন্তু শেষ কালে ওই গেটটুগেদার পার্টীই ছাত্রীটির জীবনে চরম বিপদ নিয়ে এলো।
মেসবাড়িতে, ঠান্ডা পানিয়ের সাথে নেশার ওষুধ মিশিয়ে; ছাত্রীটিকে অচৈতন্য করে চার বন্ধুর সামনে তাকে ধর্ষন করলো তারই এক বন্ধু।
রবিবার পূঃ যাদবপুর থানায় অভিয়োগ দায়ের করেছে ওই ছাত্রীটি। প্রধান অভিযুক্ত ঋষিণ সেনগুপ্ত কে গ্রপ্তার করেছে পুলিশ। এছাড়াও গ্রেপ্তার ওই সময়ে ঘটনা স্থলে উপস্থিত চার জনের মধ্যে দুজন।
পুলিশ সুত্রে জানা গেছে গত ৮ই ফেব্রুয়ারি, রবিবার লেক ইষ্টরোডের এক মেসবাড়িতে তন্ময় ময়ুখ বড়াট নামে সোনার পুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্র তার বন্ধু ওই কলেজেরই তৃতীয় বর্ষের পাঠ্যরত তার সহপাঠিনী ওই ছাত্রীটি কে ডেকে আনে গেট টুগেদার পার্টীর নাম করে। সে ছাড়াও ওই পার্টীতে উপস্থিত ছিলো আরো চার জন কলেজ ছাত্র। যাদের মধ্যে ছিলো প্রধান অভিযুক্ত ঋষিণ সেনগুপ্তও। তরুনীর আভিযোগ, ওই পার্টিতে তাকে ঠান্ডা পানিয় দেওয়া হয় যা খাওয়ার পরে সে অচৈতন্য হযে পরে। সেই সুযগে ঋষিণ সেনগুপ্ত তাকে ধর্ষন করে।
ওই ছাত্রীর বাড়ি মালদহে। ঘটনার পরে সে বাড়ি চলে যায়। বাড়িতে আভিভাবকদের সাথে আলোচনার পর সে পুলিশে অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বাগুইহাটির বাসিন্দা প্রধান অভিযুক্ত ঋষিণ সেনগুপ্ত কে গ্রেপ্তার করেছে। ঘটনার সময় ওই স্থানে উপস্থিত সব ছাত্রকে জ়িজ্ঞাসাবাদ করা হয়। পরে আরো দুজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।




No comments:

Post a Comment