
৬ই ফেব্রয়ারি ২০০৯ - বৃহস্পতিবার গৌতম গম্ভীরের ১৫০ রানের দারুণ চতুর্থ ওয়ানডেতেও সহজে জিতে গেলো ভারত। প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করা 'টিম ইন্ডিয়া'র ৫ উইকেটে ৩৩২ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়ে গেলো ২৬৫ রানে।এর সুবাদে ৬৭ রানে জ্য লাভ ক্রল ভারত। অন্যদিকে, ওয়াসিম আকরামকে পেছনে ফেলে ওয়ানডের সর্বোচ্চ উইকেটের (৫০৩) মালিক এখন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু 'মুরালি'র আরেকটি অসাধারণ অর্জনের দিনে যথারীতি শ্রীলঙ্কার বোলাররা ভারতের ব্যাটসম্যানদের হাতে 'প্রহৃত'!টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ভারত তৃতীয় ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বীরেন্দর শেবাগকে (৫) হারালেও দলকে ধাক্কাটা বুঝতেই দেননি গম্ভীর ও ধোনি। দ্বিতীয় উইকেটে দুজনের ১৮৮ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে ভারতের। গম্ভীর ১১৩ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছালেও মাত্র ৬ রানের জন্য 'ম্যাজিক ফিগার' স্পর্শ করতে পারেননি ধোনি। ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯৬ বলে ৯৪ রান করা ভারত অধিনায়ককে ফিরিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। ভারতের স্কোর তখন ২ উইকেটে ২০২ রান। ধোনি আউট হওয়ার পরের ওভারেই ভারতকে জোড়া ধাক্কা দিয়েছেন নুয়ান কুলাসেকারা। পরপর দুই ওভারে তিনি বোল্ড করেছেন আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে ম্যাচ-সেরা নির্বাচিত যুবরাজ সিং (৫) এবং আক্রমণাত্মক ফিফটি করা ইউসুফ পাঠানকে (০)। কিন্তু গম্ভীর তাতে বিন্দুমাত্র বিচলিত হননি। সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে তিনি গড়েছেন ১০৩ রানের আরেকটা কার্যকর জুটি। শেষ পর্যন্ত গম্ভীরের ১৪ বাউন্ডারি ও একটি ছক্কাসমৃদ্ধ ১৪৭ বলের অসাধারণ ইনিংসটার সমাপ্তি ঘটেছে মুরালিধরনের হাতে, কটবিহাইন্ড হয়ে। এই উইকেটই 'মুরালি'কে বসিয়ে দিয়েছে ওয়ানডে বোলারদের শীর্ষাসনে। ততক্ষণে অবশ্য তিন শ' পেরিয়ে গেছে ভারত। সংগ্রহটাকে ৩৩২ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কৃতিত্ব সুরেশ রায়নার। ৩৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকা রায়নার ব্যাট থেকে এসেছে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কা। জবাব দিতে নেমে জয়াসুরিয়া (২৭) ও তিলকরতেœ দিলশান (৩৮) ঝড়ো সূচনা এনে দিয়েছেন শ্রীলঙ্কাকে। ১২ ওভারে ৭৯ রান পাওয়ায় শ্রীলঙ্কানরা জয়ের স্বপ্নও দেখতে পারছিল। কিন্তু এই দুজনের বিদায়ের পর কুমার সাঙ্গাকারা ৫৬ রান করলেও লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। শেষ দিকে নুয়ান কুলাসেকারা ২২ বলে অপরাজিত ৩৯ রান করলেও তা শ্রীলঙ্কার পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। আরেকটি অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হওয়ার কারণে মাহেলা জয়াবর্ধনের দল এখন হোয়াইট ওয়াশের আশঙ্কার সামনে দাঁড়িয়ে! রোববার অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর : ভারত : ৫০ ওভারে ৩৩২/৫ (শেবাগ ৫, গম্ভীর ১৫০, ধোনি ৯৪, যুবরাজ ৫, ইউসুফ ০, রায়না ৪৯*, রোহিত ৪*, অতিরিক্ত ২৫; কুলাসেকারা ৩/৬৩, মাহারুফ ০/৬০, ফার্নান্দো ০/৬৪, ম্যাথুস ০/২৪, মুরালিধরন ১/৬৬, জয়াসুরিয়া ১/৪৬) শ্রীলঙ্কা : ৪৮ ওভারে ২৬৫ (দিলশান ৩৮, জয়াসুরিয়া ২৭, সাঙ্গাকারা ৫৬, জয়াবর্ধনে ২৮, কানদাম্বি ১০, কাপুগেদারা ১৬, ম্যাথুস ৬, মাহারুফ ২৮, কুলাসেকারা ৩৯*, মুরালিধরন ০, ফার্নান্দো ৯, অতিরিক্ত ৮; প্রাভীন ২/৩৮, ইরফান ৩/৫৮, ইশান্ত ০/৩৯, ওঝা ১/৩৪, শেবাগ ২/৪৩, ইউসুফ ১/১৩, যুবরাজ ১/৩৭)। ফল : ভারত ৬৭ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : গৌতম গম্ভীর।Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
No comments:
Post a Comment