দিলীপ সাউ,কলকাতা,৯ই ফেব্রুঃশনিবার সকাল থেকে ঘনঘন ফোন আসছে দপ্তরে।উদ্বিগ্ন কন্ঠ গুলি জানতে চাইছে কেমন আছেন জোতি বসু? বসুর স্বাস্থ্যের অবস্থা নিয়ে নেতিবাচক একটা প্রচার ঝড়ের রূপ নিয়েছে।শহর জুড়ে গুজব,মানুষ চোখ রাখছেন টিভির পর্দায়। উদ্বিগ্ন মানুষ ফোন করে খবর নিচ্ছেন দল,মত,নির্বিশেষে সকলে।আসলে সিপিআই(এম),দলের উর্দ্বে কেউ নয়’এমন মতবাদে বিশ্বাসি হলে’ও বর্ষিয়ান এই নেতা এখন দল-মত নির্বিশেষে আপামর বাঙালির সম্পদ। সিপিআই(এম)সুত্রে জানানো হয়েছে বার্ধ্যক্যজনিত শারীরিক দুর্বলতার কারনে গতকাল ব্রিগেডে বসু উপস্থিত না থাকতে পারলেও তিনি সম্পুর্ন সুস্থ্য ও স্বাভাবিক। বসুর স্বাস্থ্য নিয়ে এই প্রচার বিরোধী রাজনীতির নোংরা অপপ্রচার,বলে বর্ণনা করেছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ব্রিগেডে লাখো মানুষের ভিড়, অথচ জ্যোতি বসু অনুপস্থিত। এমন ঘটনা নজির বিহিন। এর আগে কখনো এরকম ঘটেছে? মনে করতে পারলেন না বসুর আপ্তসহায়ক জয় কৃষ্ণ ঘোষ। জয়কৃষ্ণর কথায়-শুধু ব্রিগেড কেনো, দেশ ভাগ হওয়ার পরে অবিভক্ত কমিউনিষ্ট পার্টির বা পরে সিপিআই(এম)এবং বামফ্রন্টের কোন’ও কেন্দ্রীয় জনসভায় এই প্রথম অনুপস্থিত রইলেন বসু। কাল ব্রিগেড অনুপস্থিতি থাকলেও টিভির পর্দায় ব্রিগেড সমাবেশ দেখেছেন বসু।শুনলেন বিমানের কন্ঠে তার বিবৃতি। শনিবার রাত্রে একটি বেসরকারি চ্যানেলে জ্যোতি বসুর একটি বিশেষ সাক্ষাতকার প্রকাশ করা হয়। বার্ধক্য জনিত কারনে, শারিরিক ভাবে দূর্বল বসু, কাঁপা কন্ঠে মানুষের কাছে লোকসভা ভোটে বাম প্রার্থীদের জয় যুক্ত করার আবেদন জানাছেন। গতকাল ব্রিগেডে সমাবেশেও দলিয় কর্মি সমর্থকদের কাছে একই কথা বিবৃতির মাধ্যমে প্রকাশ করেন বসু। স্ব-শরীরে উপস্থিত থাকতে না পারলেও বসু এখনো রাজনীতি নিয়েই সদাব্যাস্ত। কাল জনসভা টিভির পর্দায় দেখার পর-ছায়া সঙ্গি জয়কৃষ্ণকে জানিয়েছেন-খুব ভালো সভা হয়েছে,টিভিতে দেখলাম সব।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
No comments:
Post a Comment