কলকাতা পুরসভায় বিকাশ স্তব্ধ, মুখ খুললেন প্রাক্তন মেয়র সুব্রত মুখার্জি-
পুরসভার কাজের প্রতি বিকাশ বাবুর কোনও মন নেই। কোন’ও প্রতিষ্ঠানের মাথা ঠিক না থাকলে যা হয় কলকাতা পুরসভার ক্ষেত্রে’ও তাই ঘটছে। বিকাশ বাবুর কবিত্ব মনে যাই হোক পুরসভা চালনো দায় হয়ে পড়েছে।–সুব্রত মুখার্জী।
বর্তমান পুরবোর্ডের কর্মকান্ড নিয়ে মুখ খুললেন প্রাক্তন মেয়র সুব্রত মুখার্জী। কোন’ও রাখঢাক না করে সুব্রতর স্পষ্ট বক্তব্য- বর্তমান পুরবোর্ড পরিচালনা করছে দালাল রাজ্য। স্বাস্থ্য থেকে লাইসেন্স সর্বত্রই দালালদের রমরমা।
বস্তুত গত পাঁচ বছরে মেয়র বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বাধিন পুরবোর্ড তার সুনাম খুইয়েছে অনেকটাই। নিজের সময়ের প্রসঙ্গ টেনে সুব্রত বাবু বলেন-পুরসভার মেয়র থাকার সময় ওয়েডার থেকে শুরু করে সব মিলিয়ে ৬০০ কোটি টাকা সঞ্চয় করে গিয়েছিলাম। তখন সঞ্চয় দুরের কথা বিভিন্ন্ সংস্থা থেকে ক্রমাগত ধর্ণায় চলেছে পুরসভা।এই ঋণ শোধ করতে গিয়ে ভবিষ্যতে বাড়বে করের বোঝা।
বাস্তবত কলকাতা পুরসভার প্রশাসনিক বেহাল দশা এবং মেয়রের শিথিল,গাছাড়া এবং কর্মসংস্কৃতি হীন কার্যকলাপে শহরবাসী বিরক্ত। লোক সভা এবং তারপরই পুরসভা ভোট এর প্রাক মুহুর্তে সিপিএম এর গলার কাঁটা ও বিরোধীদের তুরুপের তাস বিকাশ ভট্টাচার্য প্রসঙ্গতা তুললেন কুটনৈতিক সুব্রত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment