
দিলীপ সাউ,৫ই ফেব্রুঃ গোর্খা জনয়ুক্তি মোর্চা আর সরকারের বৈঠক ভেস্তে গেলোজি জি এম সভাপতি বিমল গুড়ুং আর মুখ্যমন্ত্রি বুদ্ধদেব ভট্টাচার্য় বৈঠকে বসেছিলেন বুধবার ‘মোর্চাকে কোন অবস্থাতেই ডুয়ার্সে এখন সভা করতে দেওয়া সম্ভব নয়’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর উত্যক্ত হয়ে উঠে বৈঠকের পরিবেশ ।সামান্য বাদানুবাদ তার পর বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন গুরুংরা।
গুরুং সহ বৈঠকে উপস্থিত ছিলেন জি জি এম এর সাত জন প্রতিনিধি বৈঠক ছেডে বেড়িয়ে যাওয়ার পর সাংবাদিকদের সামনে তার খোভ উগলে দেন গুরুং তিনি ঘোষনা করেন গরুবাথানে জিজিএম সমর্থকদের অনশন বন্ধ হচ্ছেনা। আগামি শনিবার ডুয়ার্স সহ,পাহাডে বন্ধের ডাক দেওয়া হচ্ছে।
ডুয়ার্সে জনসভা করার ,প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন সরকার।মুখ্যমন্ত্রির বক্তব্য জি জি এমে-এর এই সভার জনইয়্য পরিস্তিতি বেসামাল হয়ে যাবে।বাঁধবে জাতি দাঙ্গা । কাল রাতের বৈঠকে একথা গুরুংকে জানানোয়,গুরুং ক্ষিপ্ত হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন।মিলিত হন সাংবাদিকদের সাথে,সাংবাদিক সম্মেলন করেন নেপালি ভাষায়।ভাষার সমস্যার কথা তাকে বারবার জানানো সত্তেও,তিনি তার মাতৃভাষা ছাড়া অন্য কোনও ভাষায় কথা বলতে অস্বিকার করেন।
মুখ্যমন্ত্রির সাথে তিনি কি ভাষায় আলোচনা করেছেন,এই প্রশ্ন তাকে করায়,পুনরায় ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিক সম্মেলন’ও ত্যাগ করেন। ভিন্নরাজ্যের দাবিতে ভবিষ্যতে তারা আরও বড় আন্দোলন করবেন এরকমই পূর্বাভাস মিলছে কালকের ঘটনা থেকে।তবে সরকারের তরফ থেকে বিমল গুরুংকে আবার আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে,স্বরাষ্ট্রসচিব অর্ধেন্দু সেনের মাধ্যমে।
No comments:
Post a Comment