Saturday, February 7, 2009

জাতীয় লিগে জয়ের মুখ দেখলো ইস্টবেঙ্গল........



স্বরূপ বোস , কলকাতা ৭ ই ফেব্রু,২০০৯

আবার জয়ের মুখ দেখলো ইস্টবেঙ্গল এয়ার ইন্ডিয়া র সাথে ম্যাচ এ ৩-১ গোল এ জয়লাভ করে। দুপুর তিনটে নাগাদ যুব ভারতীতে শুরু হয় খেলা । প্রথম অর্দ্ধ গোলহীন ভাবে কাটার পর ৪৯ মিনিটের মাথায় প্রথম গোল টি করেন ইস্টবেঙ্গল এর ইয়াকুব। সাত মিনিটের মধ্যে দ্বিতীয় গোল টি করেন সুনিল ছেত্রী ও শেষে ৮১ মিনিটের মাথায় ত্তৃতীয় গোল টি করেন সঞ্জু প্রধান ।৮৯ মিনিটের মাথায় সুভাস সিং এর গোলে এয়ার ইন্ডিয়া মুখ রক্ষা করার সু্যোগ পায়।
ম্যান অফ দ ম্যাচ ইস্টবেঙ্গল এর সঞ্জু প্রধান। এই ম্যাচ জিতে ইস্টবেঙ্গল এর ঝুলিতে সংগ্রহ হল ১৬ পয়েন্ট।

Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com

No comments:

Post a Comment