Tuesday, February 17, 2009

যৌন আবেদনে ভরা রসায়ন সিলভিয়ায় মিলেছে যৌনতার সুগন্ধের সন্ধান......

ভাস্কর ব্যানার্জী,কলকাতা,১৭ইফেব্রু'০৯

বিজ্ঞানের গবেষনা চলছে ‘চুমু রসায়নের’ লক্ষ্যে। যৌন অনুভূতি কি ভাবে জীবনের বিভিন্ন মূহুর্ত গুলিকে আরো রঙিন করে তুলতে পারে সে নিয়ে ক্রমাগত গবেষনা করছেন একদল বিজ্ঞানী। ফলস্বরুপ আবিস্কার হয়েছে সিলভিয়া যা যৌন আবেদনে ভরা এক রসায়ন। প্রস্তুত কারক সংস্থার দাবি, এই সিলভিয়া এমন এক বিশেষ সুগদ্ধে ভরা যাতে শরীরে ইষ্ট্রজেন হরমন এক বিশেষ মাত্রায় ক্ষরিত হয়। ফলে যৌন আবেদনের সুখ উপভোগ করবেন গ্রাহক। এটা উড়ো দাবি নয় বৈজ্ঞানিক ভাবে প্রমানিত যে সিলভিয়া যৌন আবেদনে ভরা এক অভূতপূর্ব রসায়ন-জানালেন রুটগিয়ার ইউনিভার্সিটির আনথোপলজিষ্ট হেলেন ফিসার। তিনি জানিয়েছেন এই যৌন অনুভুতী হওয়ার মুল কারন এই বায়কেমিক রসায়ন শরীরে ইষ্ট্রজেন হরমনের ক্ষরণ মাত্রা বাড়িয়ে দেয়। ফলে মানুষের শরীরে যৌন আবেদন বেড়ে যায়। মানুষ চুম্বনে আগ্রহী হয়ে ওঠে। সঙ্গি বা সঙ্গিনী কে চুম্বন করতে আগ্রহী হয়ে ওঠে।
মানব প্রজাতির ৯০ শতাংশ মানুষ চুম্বন খেতে পছন্দ করে। মানুষ ছাড়াও অন্যান্য প্রজাতির পশু প্রাণী চুম্বন নামক এই যৌন ক্রীড়া যৌনতার অঙ্গ স্বরুপ ব্যবহার করে। মানব জাতীর আদি পুরুষ প্রজাতির প্রানী শিম্পাঞ্জী, বেবুনের মধ্যেও চুম্বনের পরম্পরা লক্ষ্য করা যায়। হাতি তার সঙ্গিনীর শুড় জড়িয়ে ধরে বিকল্প চুম্বন ক্রীড়া করে। পাখির চুম্বন তো সবার জানা। চুম্বন ক্রীড়ারত কপোত-কপোতীকে কে না দেখেছে। বিখ্যাত বিজ্ঞানী ডারউইন’ও তার থিসিসে লিখেছিলেন যে চুম্বন প্রানির স্বতস্ফুর্ত যৌন ক্রিয়া।
এক সমিক্ষায় প্রকাশ হয়েছে এক চাঞ্চল্য কর তথ্য; ৬৬শতাংশ পুরুষ ও ৫৯ শতাংশ মহিলা মনে করেন যে প্রথম চুম্বনের অভিজ্ঞতার উপরেই সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়।
সিলভিয়া যে যৌনতার মাত্রা ও শরীরে টেষ্ট ষ্টেরনের ভারসাম্য বৃদ্ধি করে তার একটি বিশেষ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহন কারী সব পর্যবেক্ষকই বলেছেন সিলভিয়া ব্যবহার করার সময় তারা এক বিশেষ যৌন সুখানুভূতি লাভ করেছেন। সিলভিয়া চুম্বনের ইচ্ছা বাড়িয়ে মানুষের মধ্যে প্রেমের বন্ধন দৃড় করে সে বিষয় সন্দেহ নেই।
এই বিশেষ রাসায়নিক সিলভিয়া পুরুষ নারীর মধ্যে যৌন অনুভূতি শতগুন বাড়িয়ে দেয়।

http://nriparentalcare.com/promotions





No comments:

Post a Comment