
ভাস্কর ব্যানার্জী, ৭ই ফেব্রুয়ারি ২০০৯- দ্রুত তার সাথে এগিয়ে চলেছে ভারত।পৃথিবীর সর্ববৃহৎ এই বাজারে যেমন চাহিদা বাড়ছে পন্যের তেমন চাহিদা কর্মীর।অন্য দিকে,বিশ্ব আর্থিক মন্দার কবলে পড়ে আমেরিকার টালমাটাল অবস্থা।প্রতিদিন কর্মহীন হচ্ছে প্রচুর মানুষ।
মার্কিন মুলুকের বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান আই বি এমও মন্দার বাজারে আর্থিক ঘাটতির স্বীকার।সামাল দিতে ছাঁটাই করতে হয়েছিল প্রচুর কর্মীকে। এবার তাদের জন্য একটি সুখবর।আমেরিকাতে ছাঁটাই হওয়া আই বি এম কর্মীদের ভারতে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা।এই কর্মীদের ভারতে আসার টাকা ও ভিসার জন্য সাহায্য করবে সংস্থা।ভারতের সঙ্গে রাশিয়া ও নাইজেরিয়ার মতো বিকাশশীল দেশেও কিছু কর্মীকে পাঠানো হবে বলে সংস্থা সূত্রে গণ মাধ্যমকে জানান হয়েছে।এই কর্মীদের তালিকা ও ভিসা তৈরির প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।এই সিদ্ধান্তে কর্মহীন হওয়া আই,বি,এম কর্মীদের মধ্যে সঞ্চার হয়েছে নতুন আশার আলো।
কিন্তু এরপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে।ভারতের রাজনৈতিক দলগুলি আই বি এমের এই সিদ্ধান্ত কে কি চোখে দেখবে।মার্কিন মুলুকে মন্দার কারনে সে দেশ থেকে “কর্মী উড়িয়ে” এদেশে নিয়োগ করার এই সিদ্ধান্ত কি আঁচ ফেলবে আমাদের কর্মী নিয়োগের সংখ্যায়?
প্রশ্নটা কিন্ত থেকেই যাচ্ছে হয়ত জন্ম দিতে চলেছে নতুন বিতর্কের।
মার্কিন মুলুকের বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান আই বি এমও মন্দার বাজারে আর্থিক ঘাটতির স্বীকার।সামাল দিতে ছাঁটাই করতে হয়েছিল প্রচুর কর্মীকে। এবার তাদের জন্য একটি সুখবর।আমেরিকাতে ছাঁটাই হওয়া আই বি এম কর্মীদের ভারতে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা।এই কর্মীদের ভারতে আসার টাকা ও ভিসার জন্য সাহায্য করবে সংস্থা।ভারতের সঙ্গে রাশিয়া ও নাইজেরিয়ার মতো বিকাশশীল দেশেও কিছু কর্মীকে পাঠানো হবে বলে সংস্থা সূত্রে গণ মাধ্যমকে জানান হয়েছে।এই কর্মীদের তালিকা ও ভিসা তৈরির প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।এই সিদ্ধান্তে কর্মহীন হওয়া আই,বি,এম কর্মীদের মধ্যে সঞ্চার হয়েছে নতুন আশার আলো।
কিন্তু এরপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে।ভারতের রাজনৈতিক দলগুলি আই বি এমের এই সিদ্ধান্ত কে কি চোখে দেখবে।মার্কিন মুলুকে মন্দার কারনে সে দেশ থেকে “কর্মী উড়িয়ে” এদেশে নিয়োগ করার এই সিদ্ধান্ত কি আঁচ ফেলবে আমাদের কর্মী নিয়োগের সংখ্যায়?
প্রশ্নটা কিন্ত থেকেই যাচ্ছে হয়ত জন্ম দিতে চলেছে নতুন বিতর্কের।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
No comments:
Post a Comment