Thursday, February 19, 2009

কর্মসংস্কৃতি পশ্চিম বঙ্গে ছুটি হিসেবে সত্যি পালিত হয় বারো মাসে তেরো পার্ব্বন।

ভাস্কর ব্যানার্জী,কলকাতা,১৯শে ফেব্রুঃ০৯

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্ববন। আর পার্ববন মানেই কর্মহিন আনন্দের দিন। কর্মসংস্কৃতির স্লোগানে ভরা বাংলার দেওয়ালে ছুটির হিসেবের ফর্দটা কিন্তু এরকমই। আর এই ছুটির ভয়াবহ রুপদেখা যায় অক্টোবর-নভেম্বর মাসে। গত অক্টোবরে- গান্ধী জয়ন্তি, মহালয়া,দূর্গাপুজো, ইদ, লক্ষী পুজো সব মিলিয়ে এক সাথে হাতে এসেছিল ষোলটি ছুটির দিন। কাজের দিনের পরিমান ছিল মাত্র পনেরোটি। একটা ছুটির জন্য রাজ্যকে ক্ষতি করতে হয় প্রায় দুশো কোটি টাকার মত। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার সাথে সাথে, রাজ্য সরকারি কর্মিদের দিতে হয় ‘কর্মহিন বেতন’। একটা কর্মহীন দিনে শুধু মাত্র কলকাতা জেলাতেই ক্ষতি হয় একশো কোটি টাকার বেশি সরকারি অর্থ। এতো ছুটির মেলা তারমধ্যে, বন্ধ। বিরোধি রাজনৈতিক দলের সাথে সাথে ক্ষমতাশিন দলের গনতান্ত্রিক প্রতিবাদের নামে প্রগতি স্তব্ধ করার এক পদ্ধতি।
এছাড়া ঘেরাও, ধর্না,পথ অবরোধ তো আছেই। আছে রাজনৈতিক সমাবেশের নামে ইউনিয়নের ফতোয়া ‘হোক ছুটি’। ডান-বাম, কোনও দলই গনতান্ত্রিক আন্দোলনের নামে গনতন্ত্রের প্রগতি কন্ঠ রোধ করতে পেছপা নন।

http://nriparentalcare.com/promotions




No comments:

Post a Comment