Saturday, February 14, 2009

কলকাতা থেকে কিডনি পাচার...

দিলীপ সাউ,কলকাতা,১৪ ই ফেব্রু,২০০৯

কলকাতা থেকে কিডনি পাচার, গ্রেপ্তার নয় জন টাকার লোভ দেখিয়ে নেপাল থেকে কিশোর-তরুনদের ভুলিয়ে-ভালিয়ে কলকাতা শহরে নিয়ে এসে, তাদের কিডনি কেটে পাচার করে এই চক্র। কলকাতার এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এরকমই এক গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে নয় জনকে। কিন্তু চক্রের চাই মানিক চৌধুরি ওরফে পার্থ ফেরার। জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে কলকাতার পার্শবর্তী জেলাগুলি থেকে গরিব মানুষদের টাকার লোভ দেখিয়ে কিডনি দ্বাতা হিসেবে রাজি করিয়ে ভিনরাজ্যে পাচার করা হত। রাজ্য ও কলকাতা পুলিশের নজরে এসে যাওয়ার ভয়ে ইদানিং নেপাল থেকে টাকার লোভ দেখিয়ে কিশোর-তরুনদের ভুলিয়ে-ভালিয়ে নিয়ে এসে কিডনি পাচারের ব্যাবসা ফাদে তারা।

ভিন রাজ্যের পুলিশের নজরে এসে যাওয়ার ভয়ে ভিন রাজ্য থেকে রোগী নিয়ে এসে অনেক সময় এই ই.এম.বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা চলতো।
তদন্তের স্বার্থে সম্পুর্ন তথ্য পুলিশ প্রকাশ করতে না চাইলেও পুলিশ এর এক বিশেস সুত্র থেকে জানা গেছে কিডনি পাচারের এই চক্রের সাথে একজন বিশিষ্ট মেডিক্যাল কনসালটেন্ট ও জড়িত।

No comments:

Post a Comment