Wednesday, February 4, 2009

শ্রীলংকায় যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্র-ব্রিটেনের

ভারত, ইউ.এন.ও-এর পর শ্রীলংকায় ‘এলটিটি সামরিক অভিযান’ বন্ধের জন্য শ্রীলংকার কাছে আবেদন জানালো মার্কীন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শ্রীলংকার যুদ্ধ বিধ্বস্ত উত্তর-পূর্বাঞ্চল থেকে হতাহতদের সরিয়ে নিতে এবং জরুরি ত্রাণ সরবরাহের জন্য সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কীন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আজ শ্রীলাংকার স্বাধীনতা দিবস উদযাপনের দিনে এ আহ্বান জানানো হল। মার্কীন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এমন সময়ে এ যুদ্ধবিরতির আহ্বান জানালো যখন তামিল টাইগার গেরিলাদের সর্বশেষ ঘাঁটি দখল করে নিয়ে তাদের পুরোপুরি পরাস্ত করার পথে শ্রীলংকার সেনারা। ৬১তম স্বাধীনতা দিবসে রাজধানী কলম্বোতে সামরিক কুচকাওয়াজে উপস্থিত থাকার কথা শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের। এ কুচকাওয়াজে জঙ্গি বিমান এবং নৌবাহিনীর জাহাজও অংশ নেবে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে কঠোর সতর্কাবস্থায় রয়েছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের মধ্যে বৈঠকের পর এক যুক্ত বিবৃতিতে দেশদুটি বলেছে, "মন্ত্রী ক্লিনটন এবং পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড একটি সাময়িক অস্ত্রবিরতির জন্য শ্রীলংকার সরকার ও এলটিটিই উভয়পক্ষকেই আহ্বান জানাচ্ছে। উভয়পক্ষকেরই উচিৎ রণক্ষেত্র থেকে বেসামরিক লোকজন এবং আহতদের সরে যাওয়ার সুযোগ করে দেওয়া এবং ওই অঞ্চলে মানবিক সাহায্য সংস্থাগুলোকে কাজের সুযোগ দেওয়া।" ওদিকে, এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং নরওয়ে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা 'এলটিটিই'-কে আরও মৃত্যু, সহিংসতা এবং যুদ্ধক্ষেত্রে আটকে পড়া হাজার হাজার বেসামরিক লোকজনদের দুর্দশা লাঘবে আত্মসমর্পণের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছে।

Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata

No comments:

Post a Comment