skip to main |
skip to sidebar
ভারতের হেলায় সিঙ্ঘল জয়..

ওয়ানডেতে ওয়াসিম আক্রমের সর্বোচ্চ উইকেটের (৫০২) রেকর্ড স্পর্শ করেছেন মুত্তিয়া মুরলিধরন। কিন্তু 'মুরলি'র রেকর্ড স্পর্শ করার দিনটি মোটেও খুশি করতে পারেনি শ্রীলঙ্কাকে। কারণ, এদিনই যে টানা তৃতীয় হারের স্বাদ পেতে হয়েছে তার দলকে! বীরেন্দর শেহবাগ ও যুবরাজ সিংয়ের জোড়া সেঞ্চুরির পর প্রজ্ঞান ওঝার ঘুর্ণিতে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজটাও জিতে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। মঙ্গলবারের এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শেহবাগের ১১৬ আর যুবরাজের ১১৭ রানের দুটো ইনিংসের সুবাদে ভারত ৫০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ। জবাব দিতে নেমে শ্রীলঙ্কানরা অলআউট হয়ে গেছে মাত্র ২১৬ রানে। ওভার প্রতি সাতেরও বেশি রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কানদের পক্ষে একাই লড়াই করেছেন কুমার সাঙ্গাকারা। তার ৮৩ রানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তিলকরত্নে দিলশানের ৩১। এছাড়া অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ৩০ আর পারভিজ মাহারুফ ২২ রান করেন। ৩৮ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে শ্রীলংকানদের সর্বনাশটা করেছেন ভারতের লেগস্পিনার প্রজ্ঞান ওঝা। এছাড়া ৪১ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন প্রভীন কুমার। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ভারতের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা দিলহারা ফার্নান্দোর প্রথম ওভারের (ইনিংসের দ্বিতীয়) শেষ বলে এল বি ডব্লু হয়ে গেছেন শচীন তেন্ডুলকার (৭)। ওয়ানডের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিকের সিরিজে এটা তৃতীয় বারের মতো এল বি ডব্লু র ফাঁদে পড়া এবং এবারের সিদ্ধান্তও ছিল যথেষ্ট প্রশ্ন বিদ্ধ। দলীয় ৯ রানে তেন্ডুলকারকে হারানো ভারত ইনিংসের চতুর্থ ওভারে আরেকটা ধাক্কা খেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গেছেন ভালো ফর্মে থাকা গৌতম গম্ভীর (১০)। ফার্নান্দোকে বোলারস ব্যাক ড্রাইভ করে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন শেহবাগ। কিন্তু বল ফার্নান্দোর হাতে লেগে ভেঙ্গে দিয়েছে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প। গম্ভীরকেও তাই ফিরে আসতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। তবে দলকে সেই হতাশা বুঝতেই দেননি শেহবাগ-যুবরাজ। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপরে চড়াও হয়ে একেবারে রানের বন্যা বইয়ে দিয়েছেন দুজনে। মাত্র ৪০ বলে ফিফটি করেছেন যুবরাজ। ফিফটি করতে শেহবাগ নিয়েছেন তার চেয়ে ৪ বল বেশি। তবে তিন অংক স্পর্শ করার লড়াইয়ে সতীর্থকে হারিয়ে দিয়েছেন 'বীরু'। দশম ওয়ানডে সেঞ্চুরি করতে শেহবাগের লেগেছে ৭৫ বল। আর একাদশ সেঞ্চুরিতে পৌঁছাতে ৮২ বল খরচ করেছেন যুবরাজ। এই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই এক সময় চার শ' করারও স্বপ্ন দেখতে পারছিল 'টিম ইন্ডিয়া'। শেষ পর্যন্ত সেটা অবশ্য হয়নি। তৃতীয় উইকেটে দুজনের মধ্যে ২৭.৫ ওভারে গড়ে ওঠা ২২১ রানের বিশাল জুটিটা ভেঙ্গেছেন মুরালিধরন, যুবরাজকে কাপুগেদারার ক্যাচ বানিয়ে। মঙ্গলবার এটাই মুরালির একমাত্র সাফল্য এবং এই উইকেটই আকরামের পাশে দাঁড় করিয়েছে সর্বকালের সেরা অফস্পিনারকে। যুবরাজের ৯৫ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংসে ১৭ বাউন্ডারি ছাড়াও ছিল একটি বিশাল ছক্কা। যুবরাজ ফিরে যাওয়ার সময় ভারতের স্কোর ৩ উইকেটে ২৪৫ রান। এরপর শেহবাগও বেশিক্ষণ টিকতে পারেননি। তিন ওভার পর দলের সংগ্রহে আর ২০ রান যোগ হতেই তিনি রান আউট! মিডঅফে বল ঠেলে সিঙ্গেল নিতে গিয়ে জয়াসুরিয়ার সরাসরি থ্রোতে আউট হয়ে গেছেন ভারতের 'বিস্ফোরক' ওপেনার। ৯০ বলে ১১৬ রান করা শেহবাগ ১৭টি বাউন্ডারি মারলেও বিস্ময়করভাবে কোনো ছক্কা আসেনি তার ব্যাট থেকে! শেবাগকে হারানোর দুঃখ ভুলতে অবশ্য সময় লাগেনি ভারতের। সুরেশ রায়না (৯) অজন্তা মেন্ডিসের বলে স্টাম্পিংয়ের শিকার হলেও ভারতকে সাড়ে তিন’শ পার করিয়েছে ইউসুফ পাঠানের আক্রমণাত্মক ফিফটি। মাত্র ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকা পাঠানদের বড় ভাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েছেন। ধোনি অপরাজিত ছিলেন ৩৫ রানে। সংক্ষিপ্ত স্কোর : ভারত : ৫০ ওভারে ৩৬৩/৫ (শেহবাগ ১১৬, তেন্ডুলকার ৭, গম্ভীর ১০, যুবরাজ ১১৭, ধোনি ৩৫*, রায়না ৯, ইউসুফ ৫৯*, অতিরিক্ত ১০; কুলাসেকারা ০/৬৮, ফার্নান্দো ১/৬৩, মাহারুফ ০/৬৮, মেন্ডিস ১/৬৪, মুরালিধরন ১/৬০, জয়াসুরিয়া ০/৪০)। শ্রীলঙ্কা : ৪১.৪ ওভারে ২১৬/১০ (সাঙ্গাকারা ৮৩, দিলশান ৩১, জয়াবর্ধনে ৩০, মাহারুফ ২২; ওঝা ৪/৩৮, কুমার ২/৪১) ফল: ভারত ১৪৭ রানে জয়ী ম্যান অফ দ্য ম্যাচ : যুবরাজ সিং
Please visit vinnobasar sponsorer:Taking care of your parents in Kolkatahttp://www.nriparentalcare.com/
No comments:
Post a Comment