
মহামান্য আদালত যে ভার্ডিক্ট দেন সে ভার্ডিক্টকে প্রত্যেক নাগরিকই মানতে বাধ্য। আমি দেশের এক নাগরিক হিসেবে আদালতের রায়কে সম্মান জানাই। বিষয়টি হল যেকোনো, সচেতন রাজনৈতিক দল হিসেবে এমনকিছু করা উচিত নয় যেখানে বিচার ব্যাবস্থার হস্তক্ষেপ করতে বাধ্য হয়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এক ঐতিহাসিক একটি দিক আছে।জাতির বিভিন্ন প্রয়োজনে এই ঐতিহাসিক মাঠ থেকে শত শত কন্ঠের আওয়াজে সমাজের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ হয়েছে। একদিকে দুষন আর একদিকে নাগরিক অধিকার এই দুয়ের সমন্যয় রক্ষা করার স্বায়িত্বইতো সচেতন রাজনৈতিক দল গুলির। সমাজ যখন বিভিন্ন দুষণে আক্রান্ত তখন সবুজায়নের মধ্যে দিয়ে প্রকৃতির উপর কিছুটা ভরসা রেখে অন্যন্ন দুষণ গলিকে প্রতিরোধ করার চেষ্টা করছি। প্রকিতির দুষণের বাইরে যে দুষণ গুলি মানুষের দ্বারাই সৃষ্টি হচ্ছে, তা থেকে যদি আমরা কিছুটা সংযত না হই তখন মানুষই সবথে বেশি বিকলাঙ্গে পরিনত হবে।অর্থাৎ নাগরীকেরাই তখন অসহায় হবে বিপন্ন বোধ করবে। তখন অন্যায়ে প্রতিবাদ করার জন্যে নাগরিকদের অধিকার এই ব্রিগেডে মানুষ কোথা থেকে আসবে। রাজনৈতীক দল সভাসমিতি করবেই। কিন্তু পরিবেশ রক্ষা করার যে নিয়ম কানুন তাকে যদি শ্রদ্ধার সঙ্গে বুঝতে হবে এবং বোঝাতে হবে।আমি জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসেবে দলের সঙ্গে সঙ্গে এই দর্শনেই বিশ্বাসি।বিভিন্ন রাজনৈতিক দল গুলি নতুন ভাবে গবেষনা করার প্রয়োজন এসে দাড়িয়েছে।মুক্ত ব্যাবস্থা,বিশ্বায়ন,গ্রামের শেষ প্রান্ত থেকে বিশ্বের দরবার;এই গুলোর কথা আমরা বলব আবার আন্দোলনের নামে মিছিল, মিটিং, সভা এবং বন্ধ এগুলোকেই একমাত্র প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করব; আমার মনে হয় কোথায় যেন স্ববিরোধ এসে যাচ্ছে। আমি মনে করি বিচার ব্যাবস্থা প্রশাসনের সংঘাত নয়, একে অপরের পরিপুরক, সেখানেই গনতন্ত্র বাঁচবে। অন্যায় অত্যাচারের জন্যে মিছিল মিটিংও চাই আবার বুকভরে নিশ্বাসও নেওয়া চাই। আর এই দুই চাহিদা থেকে কোনও রাজনৈতীক দলই তাদের দ্বায়িত্ব এড়িয়ে যেতে পারে না। মহামান্য আদালতের রায় যা হবে তাকে আমরা মানব। নাগরিক হিসেবে এবং রাজনৈতিক দল হিসেবে এটাই আমাদের কাম্য হওয়া উচিৎ। আগামী দিনে যেকোনও ঐতিহাসিক কারনে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি শত শত কণ্ঠের স্বমস্বরে একত্রিত হয়ে কোনো এক বিশেষ মুহুর্তে অন্যায়ের প্রতিবাদে প্রতিধ্বনিত হয় তাও কিন্তু আগামি দিনে আরেক ইতিহাস সৃষ্টি করবে।
আদালতের নিষেধ অমান্য । রাজনৈতিক দল গুলির কি দায়িত্ব তা নিয়ে জানান যে,রাজনৈতিক দল গুলির এমন কিছু করা উচিত নয় যেখানে বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হয়..................
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata

No comments:
Post a Comment