
Please visit vinnobasar sponsorer:Taking care of your parents in Kolkata
http://www.nriparentalcare.com/
দিলীপ সাউ,কলকাতা,
৩রা ফেব্রুঃ০৯ -ননপারফর্মার, যে সকল সিপিএম সাংসদের বদনাম রটেছে এমন ১০-১২ জনকে দল আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী করবে না এমনটাই সম্প্রতি কোচিতে অনুষ্ঠিত পলিটবু্যরোর সম্মেলনে সাধারন সম্পাদক প্রকাশকারাত রাজ্য নেতাদের জানিয়েছেন ,সম্মেলনে এ নিয়ে আলোচনাও হয়েছে বিমান বসু,বুদ্ধদেব ভট্টাচার্য্য এব্যপারে তাদের সম্মতি জানিয়েছেন রাজ্যনেতৃত্বে নতুন প্রজন্মের পরিছন্ন ভাবমূর্তির প্রার্থী দাঁড় করিয়ে বিরোধিদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে চেয়ে ২০০৬ সালেও প্রয়াত অনিল বিশ্বাস এমন কৌশল নিয়ে অনেকটাই সফলতা পান। বাতিলের তালিকায়ে প্রথম নামটাই হছে হলদিয়ার লক্ষন শেঠের রাজকিয় চালচলনে দলের ভাবমূর্ত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য সম্পাদক বিমান বসুও মনে করেন। এজন্য তিনি কঠোর ভাবে সমালোচনাও করেছেন হলদিয়ার অঘোষিত মুখ্যমন্ত্রীর। দলের নীচুতলার কর্মীরাই লক্ষন শেঠের ওপর দারুণ বীতশ্রদ্ধ। বাতিলের অন্যান্যদের মধ্যে তালিকায় রয়েছেন অমিতাভ নন্দী, তড়িতবরণ তোপদার, রুপচাদ পাল, রুপচাদ মূর্মু, অনিল বসু, জ্যোতির্ময়ী শিকদার, রামচন্দ্র ডোম, বাসুদেব বর্মন, হান্নান মোল্লা, সুধাংশু শীল, অলোকেশ দাস প্রমুখের নাম।
No comments:
Post a Comment