২০০৭সালে ভারতীয় চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসে যোগ দিতে এসে ক্যানসার ধরা পড়ার খবরটা পান গুডি। ‘বিগবস’ ছেড়ে চলে যেতে হয় মাঝপথে। ডাক্টার দের তত্বাবধানে চিকিৎসাধিন রয়েছেন এতদিন। হাঁটার শক্তিও চলে গেছে। চলাফেরা করেন হুইল চেয়ারে। এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করার। বর জ্যাক টুইডে । সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত জেডগুডিকে জবাব দিয়ে দিয়েছেন ডাক্টাররা। অন্তিম শয্যার আগে রবিবার বিয়ের দিনটি প্রানভরে উপভোগ করতে চান গুডি। এসেক্সের চার্চের ক্রিম আইভরি রঙের পোশাকে স্বামির পাশে দাঁড়িয়ে বিয়ে করতে চান গুডি। সম্পুর্ন বিবাহ বাসর
সম্প্রচার করার স্বত্ব কিনেছে লিভিং টিভি। বিয়ের দিনের সাথেসাথে লিভিং টিভি স্বত্ব কিনেছে গুডির অন্তিম শয্যার। এই বাবদ গুডি পাবেন ১৫লক্ষ পাউন্ড। রিয়েলিটি শোয়ের মাধ্যমে উত্থান গুডির। জীবনে অন্তিম রিয়েলিটি দৃশ্যটিও তাই বোধহয় বিক্রি করে দিলেন গুডি। নীতিগত ভাবে এরকম এক বেদনাদায়ক ও বিতর্কিত সিদ্ধান্ত ঠিক না ভুল তা নিয়ে প্রশ্নও উঠাও স্বাভাবিক। গুডির কথায়- ‘সন্তানদের স্বার্থে টাকার প্রয়োজন ছিল’। নীতিবিদরা এটাকে কি ভাবে দেখেন সেটাই এখন সবথেকে বড়
প্রশ্ন।
http://nriparentalcare.com/

No comments:
Post a Comment