
দিলীপ সাউ,কলকাতা,১৫ইফেব্রু;
কলকাতার সল্টলেক ষ্টেডিয়ামে জাতীয় লীগের ম্যাচে মোহন বাগান হারাল কলকাতার অন্য একটি দল মহঃমেডান স্পোটিংকে
আজকে খেলার প্রথম থেকেই করিমের ছেলেরা আক্রমন করতে থাকে।বাইচুং ভূটিয়ার বাড়ানো পাশ থেকেই মোহন বাগানের হয়ে জয় সূচক গোলটি করেন জেমস সিং।
এক শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর সেভাবে মোহন বাগান খেলোয়াড়রা খেলতে পারে নি।একের প্র এক গোল নষ্ট করে। তাই চোটের ভয়ে করিম খেলার শেষের দিকে জেমস সিং ও বাইচুং ভূটিয়াকে তুলে নেয়।ব্যরেটো একের পর এক গোল মিস করে।
আজকে জেতার পর মোহন বাগান লীগ তালিকায় ৩৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রইল।
অন্যদিকে মারগাওতে জাতীয় লীগের খেলায় স্পোটিং দ্য গোয়া ১-০গোলে হারাল চার্চিলকে।এক মাত্র জয় সূচক গোলটি হয় খেলার প্রথম অর্ধে ৭ মিনিটের মাথায় স্পোটিং এর চন্দ্রশেখর রাও। স্পোটিং দ্য গোয়া আজকের খেলায় জেতার ফলে ৩১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রইল।
No comments:
Post a Comment