
হিন্দুস্তান টাইমস,কলকাতা লাইভে প্রকাশিত ১৭।০২।০৯
Hindustan Times,Kolkata Live 17.02.09
http://nriparentalcare.com/promotions
দিলীপ সাউ,কলকাতা,১৭ই ফেব্রু'০৯
ভারতীয় জনপ্রিয় ইংরেজী দৈনিক সংবাদ পত্র হিন্দুস্তান টাইমস ভিন্নবাসরের সম্পর্কে এক নিবন্ধ প্রকাশ করেছে। উক্ত নিবন্ধ ভিন্নবাসরের ভূয়সি প্রশংসা করে বলা হয়েছে, মাত্র অল্প কিছু দিন আত্মপ্রকাশ করে ভিন্নবাসর ডট ওয়ারজি(www.vinnobasar.org), জন মানসে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। প্রকাশক সম্পাদক বিপ্লব পাল ও কলকাতা ব্যুরো চিফ স্বরূপ বোস কে সাধুবাদ জানানো হয়েছে এই প্রকল্প রুপায়নের জন্যে। নতুনত্ব ওয়েব পেজ লে-আউট ও অভুতপূ প্রোগ্রামিং এর জন্যে ভুয়সি প্রশংসা করা হয়েছে ভিন্নবাসরের প্রোগ্রামিং চিফ রাহুল গুহ-র। ওয়াশিংটন,কলকাতা ও হায়দ্রাবাদ থেকে এক যোগে ইন্টারনেটের মাধ্যমে কর্মকান্ড চলে এই ওয়েব সাইটের মাধ্যমে। যা ভারতবর্ষে এই প্রথম বলে উল্লেখ করা হয়েছে ওই নিবন্ধে। সাংবাদিক দেবদত্ত ঘোষের এই নিবন্ধের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ভিন্নবাসরের স্বরূপ।

No comments:
Post a Comment