Sunday, February 22, 2009

মোহন বাগানের জয়ের ধারাকে থমকে দিল ইষ্টবেঙ্গল

দিলীপ সাউ,কলকাতা,২২শে ফেব্রু’০৯
ইষ্টবেঙ্গলের কাছে ৩-০ গোলে হেরে লীগ তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেল মোহনবাগান। লিগ জয়ের সম্ভাবনা তাদের অনেকটা ক্ষীণ হয়ে গেল।লিগের অপর খেলায় স্পোর্টিং দ্য গোয়া ২-১ গোলে মুম্বাই এফসি কে হারিয়ে সমসংখ্যক খেলায় ৩৪ পয়েন্ট পেয়ে পুনরায় লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল। আজকের খেলায় ইষ্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন রহিম নবি।খেলার ২২মিঃ ও ৪০মিনিটের মাথায়। অপর গোলটি করেন সুনিল ছেত্রি, খেলার শেষ মুহুর্তে ৪৭মিনিটের মাথায়।





http://nriparentalcare.com/promotions

No comments:

Post a Comment