Friday, February 20, 2009

আমার ভায়ের রক্তে রাঙ্গান একুশে ফেব্রুয়ারী

আমার ভায়ের রক্তে রাঙ্গান একুশে ফেব্রুয়ারী
আমি কি ভূলতে পারি।।

ভাস্কর ব্যানার্জী,কলকাতা,২০শে ফেব্রুঃ০৯

আগামী কাল ২১শে ফেব্রুঃ০৯ মাতৃভাষা দিবস। ভিন্নবাসরে কথা বলবেন প্রখ্যাত নাট্যকার ও পরিচালক বিভাষ চক্রবর্ত্তী,নগর বাউল গায়ক পল্লব কীর্ত্তনিয়া ও বাংলার বিনোদন জগতে সুপরিচিত নাম ও ইমপার সম্পাদক অরিজিৎ দত্ত। আমাদের সম্পাদক ও প্রকাশক বিপ্লব পাল ওয়াশিংটন,রাহুল গুহ হায়দ্রাবাদ থেকে কথা বলবেন ভারতীয় সময় সকাল ৮টায়। আমাদের কলকাতা বুইয়রো চিফ স্বরূপ বোস কথা বলছেন আরো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে.

No comments:

Post a Comment