আমি কি ভূলতে পারি।।
ভাস্কর ব্যানার্জী,কলকাতা,২০শে ফেব্রুঃ০৯
আগামী কাল ২১শে ফেব্রুঃ০৯ মাতৃভাষা দিবস। ভিন্নবাসরে কথা বলবেন প্রখ্যাত নাট্যকার ও পরিচালক বিভাষ চক্রবর্ত্তী,নগর বাউল গায়ক পল্লব কীর্ত্তনিয়া ও বাংলার বিনোদন জগতে সুপরিচিত নাম ও ইমপার সম্পাদক অরিজিৎ দত্ত। আমাদের সম্পাদক ও প্রকাশক বিপ্লব পাল ওয়াশিংটন,রাহুল গুহ হায়দ্রাবাদ থেকে কথা বলবেন ভারতীয় সময় সকাল ৮টায়। আমাদের কলকাতা বুইয়রো চিফ স্বরূপ বোস কথা বলছেন আরো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে.

No comments:
Post a Comment