Sunday, March 1, 2009

বিষ্ণুপুরে জয়ী তৃনমূল.......আলিমুদ্দিনে চুলচেরা বিশ্লেষণ...

উত্তম সরদার,সন্দেশ খালি,পঃবঃ,১লা মার্চ'০৯
বিষ্ণুপুরে বিধান সভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক বামফ্রণ্টকে পর্যুদস্ত করে জয়লাভ করল তৃনমূল কংগ্রেস।এই নির্বাচনের দিকে সারা বাংলার মানুষ তাকিয়ে ছিল।এই আসন টি গত বিধান সভা নির্বাচনে সিপিএম ৪ হাজার ভোটে জয় লাভ করেছিল।সে সময় কংগ্রেস প্রার্থী ১৮ হাজার ভোট পাওয়ায় সিপিএমের জেতার পথ সুগম হয়েছিল।প্রথমে কংগ্রেস প্রার্থী দিলেও শেষ মুহুর্তে প্রত্যাহার করে নেয়।প্রার্থী প্রত্যাহার করে নিয়েই সাথে সাথে তৃনমূল প্রার্থীর সমর্থনে কাজে নেমে পড়ে কংগ্রেস কর্মীরা।

২৬শে ফেব্রুয়ারী ভোট গ্রহন পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয়ের ব্যবধান নিয়ে অংক কষতে শুরু করে বিরোধীরা। আজ সকাল থেকে ভোট গননা শুরু হওয়ার প্রথম রাউন্ড থেকে তৃনমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র এগিয়ে থাকে।চতুর্থ রাউন্ড গননা শেষ হওয়ার পর সব কিছু পরিস্কার হয়ে যায়।
বাম বিরোধী জোট রাজনীতি আগামী দিনে আরো শক্তিশালী করতে বিষ্ণুপুরের মানুষ প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে যে বার্তা পাঠাল তাকে বিরোধী নেতৃত্ব স্বাগত জানাল।

আজকের এই ফলাফলের পরে আলিমুদ্দিনে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে।

http://vinnobasar.blogspot.com/2009/03/new-ad-to-be-continued.html

No comments:

Post a Comment