স্বরূপ বোস,কলকাতা,১২ই মার্চ’০৯
যাবতীয় জল্পনা কল্পনার অবসান হ’ল গতকাল মমতা ব্যানার্জীর সাংবাদিক বৈঠক।আজকে সকালে দিল্লীতে কেশব রাও জানান জোটের ব্যাপারে হাইকমান্ডএর মৌখিক অনুমোদন পেয়ে গিয়েছেন। তারপর বিকালে প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রণব মুখার্জী তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জীকে ফোনে জানিয়ে দেন জোটের ব্যাপারে হাইকমান্ডের অনুমতির কথা।।
কংগ্রেসকে যে ১৪টি আসন দেওয়া হয়েছে সেগুলো হ ল দার্জিলিং।জলপাইগুড়ি,রায়গঞ্জ,মালদহ (উত্তর) মালদহ(দ),বহরমপুর মুর্শিদাবাদ,আরামবাগ,ঝাড়্গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়া,বর্ধমান-দুর্গাপুর,বোলপুর।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment