
ব্যানার্জী,কলকাতা,০৯।০৩।০৯
‘রঙ্গ বরসে ভিগে চুনরবালি রঙ্গ বরসে’
হোলির থিম সঙ হিসেবে আপামর ভারত এই গানটাকে মেনে নিয়েছে। হোলি মানেই অমিতাভ বচ্চন আর অন্য কোন নায়ক নয়,তাও মেনে নিয়েছে গোটা ভারত বর্ষ।
কিন্তু ২৬/১১-র মুম্বাইর জঙ্গি হানার পর ২০০৯ সালে হোলি পালন করাকে মেনে নিতে পারছেন না হলির ব্রান্ডেড নায়ক অমিতাভ বচ্চন।
অমিতাভ তার ব্লগে লিখেছেন-‘২৬/১১-র জঙ্গি হানার পর আর লোক দেখাতে এই অনুষ্টানে অংশগ্রহন করতে পারছি না। পেশার খাতিরে অনেক কিছু করতে হয়। কিন্তু ব্যক্তিগত উচ্ছাসের সীমাবদ্ধতা আছে। মন থেকে রং খেলার কোন উৎসাহ পাচ্ছিনা। আমার অন্তর আত্মা আমাকে আটকাচ্ছে, বর্ণহীন এই মূহুর্তে রঙিন হওয়ার এই উৎসবে অংশগ্রহন করতে’।
বিগত কয়েক বছর নানা পারিবারিক কারনে দোল খেলেননি অমিতাভ। বাবা হরিবংশ রাইয়ের অসুস্থতা, তারপর মৃত্যু। তারপর মা তেজি বচ্চনের অসুস্থতা ও প্রয়ানের কারনে নানা উৎসব থেকে দুরে থেকেছেন।
পারিবারিক কারণে এতদিন বিরত ছিলেন বসন্তের এই উৎসবের অংশগ্রহন থেক । এবার বিরত থাকছেন বৃহত্তর এই পরিবার, ভারত বর্ষের খাতিরেই। বাস্তবতই, মুম্বাই হানায় নিহতদের পরিবারের সাদা থান আপামর ভারতবাসির হলির রঙকে যে অন্তর থেকে অনেকটাই ফিকে করে দিয়েছে সে বিষয় সন্দেহ নেই।
No comments:
Post a Comment