Saturday, March 14, 2009

প্রণব মুখার্জীর গলায় জুতোর মালা পরানোর ব্যাপারে দোষীদের শাস্তির দাবি জানাল প্রদেশ কংগ্রেস......।।



অন্তরা পাল,কলকাতা,১৪ই মার্চ’০৯

হাজরা রোডে গত বৃহস্পতি বার রাতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জীর ছবি নিয়ে যে ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানালেন পঃবঃ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও সম্পাদক শুভঙ্কর সরকার ।

শুভঙ্কর বাবুর বক্তব্য এক স্বার্থান্বেষী চক্র বিদেশ মন্ত্রী তথা পঃবঃপ্রঃকংগ্রেসের সভাপতি প্রণব মুখার্জীর মর্যাদা হানি করার উদ্দেশ্য এই ঘৃণ্য রাজনৈতিক খেলায় মেতেছে।তাদের এই কুৎসিত উদ্দেশ্য সফল হবে না।

এই ছবির নীচে লেখা ছিল ‘কংগ্রেস কর্মীবৃন্দের সৌজন্যে’।এই বিষয়ে তিনি বলেন এই কাজটি কে বা কারা করেছে সেটা নিদৃষ্ট ভাবে কিছু বলা সম্ভব নয়।তবে নিচে লেখা থাকলেই যে,এই কাজ কংগ্রেসের কোনও কর্মী করেছে এমনটা বলা যায় না তেমন বিরোধী দল নিজে এই কাজ করে কংগ্রেস কর্মীদের নাম দিয়ে তাদের কালিমালিপ্ত করার প্রচেষ্টা করেনি তাও কিন্তু বলা যাচ্ছে না।

‘পঃবঃ প্রদেশ কংগ্রেসকে তৃনমূল কংগ্রেসের কাছে বিক্রী করার জন্য প্রণব বাবুকে জানাই অভিন্দনন’ এই কথা প্রসঙ্গে শুভঙ্কর বাবু জানান যে,দলকে কারোর কাছে বিক্রী করা হয়নি।এ রাজ্যে তৃনমূল এর সাথে আসন ভাগা ভাগি করার অর্থ দল কে বিক্রী করে দেওয়া এমনটা মনে করা পাগলামি। যখন বাম বিরোধী মানুষ চাইছে সিপিএমকে বাংলা থেকে হঠাতে তখন এই জোট সময়োপযোগি এবং সঠিক সিদ্ধান্ত। প্রণব বাবুকে নিয়ে যারা এই ঘৃন্য চক্রান্ত করছে অবিলম্বে খুঁজে বের করে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।

No comments:

Post a Comment