Wednesday, March 4, 2009

মোহনবাগানের পরাজয়ের ধারা অব্যাহত........


স্বরূপ বোস,কলকাতা,৪ঠা ফেব্রুঃ০৯ আজকের খেলায় চার্চিলের কাছে ৩-১ গোলে হেরে মোহন বাগান লিগ তালিকায় তিন নম্বরে।
আজকের আই লিগের খেলায় মোহন বাগান ৩-১ গোলে হেরে গেল চার্চিলের কাছে। চার্চিল মোহন বাগান কে হারিয়ে ৩৬ পয়েন্ট পেয়ে লিগ তালিকার এক নম্বরে পৌছে গেল। অন্য দিকে মোহবাগান ৩৩ পয়েন্টে থেকেই তৃতীয় স্থানে পিছিয়ে গেল।
খেলার প্রথম দিকের ২৮ মিনিটের মাথায় ব্যারেটোর গোলে এগিয়ে যায় মোহন বাগান। এর পর চার্চিল দলের ওডাফা প্রথম অর্ধের ৪৭ মিনিটের মাথায় গোল করে সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধে চার্চিলের ওগবা কালু ৫৭ মিঃ ও ৭৭মিনিটে দুটি গোল করে দলকে ৩-১ এ বিজয়ী করে।

No comments:

Post a Comment