
অন্তরা পাল,কলকাতা,১৮ই মার্চ'০৯
নির্বাচন কমিশনের কাছে শতাব্দি রায় ও তাপস পালের কোনও অনুষ্ঠান বা সিনেমা সম্প্রচারের বিষয়ে নির্বাচন কমিশনের স্থগিতাদেশ দাবি করলো সিপিআই(এম)। তৃণমূলের এই দুই তারকা প্রার্থী আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম ও কৃষ্ণনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই ১৬ই মার্চ অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই দুজন অভিনেতা-অভিনেত্রীর কোনও বিনোদন মূলক অনুষ্ঠান যাতে সরকারি বা বেসরকারি ভাবে সম্প্রচার না হয় তার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে আজ এক স্মারকলিপি জমাদেন সিপিএম নেতা রবিন দেব।
রবিন বাবুর বক্তব্য- তারকা প্রার্থীদের বিনোদন মূলক অনুষ্ঠান সম্প্রচারন তাদের অতিমানবিক রুপ নিবার্চনী ভোটে প্রভাব ফেলতে পারে। তাই অবিলম্বে যে সব তারকা প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন তাদের অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নিষেধাজ্ঞা দাবি করেছি আমরা।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন শতাব্দি রায়। তিনি বলেছেন – আমি মনেকরি না যে, আমাদের কোনও সিনেমা সম্প্রচারন করা বন্ধ করা উচিৎ। নমিনেশন জমা দেবার সময়ই আমি কমিশনকে জানিয়ে দিয়েছিলাম আমার নতুন সিনেমা ‘ঢাকি’ সম্প্রতি নন্দনে প্রদশির্ত হবে। এটা ব্যান্ড করে দিলে খুব অসুবিধা। এখন দেখা যাক নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়।
এদিকে সিপিএমের এই দাবিতে বিপাকে পড়েছেন সিনেমা শিল্পের প্রযোজক মহল। শতাব্দি রায় প্রায় ২৫০টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। তাপস পাল অভিনয় করেছেন প্রায় ৩৫০টির মতো বাংলা সিনেমায়।
কমিশনের নিয়ম অনুযায়ী যদি কোনও সিনেমা শিল্পী ভোটে অংশগ্রহন করেন তাহলে তার সিনেমা দূরদশর্নে সম্প্রচার করা যাবে না।
কিন্তু এই নিয়মের আরও কড়াকড়ি চায় সিপিএম। তাদের দাবি সরকারি চ্যানেল সহ বে সরকারি কোনও চ্যানেলেও সম্প্রচার করা যাবে না তারকা নির্বাচন প্রতিনিধিদের।
No comments:
Post a Comment