

জানতেন মৃত্যু আসন্ন।নিজের ছোট দুটি বাচ্চার ভবিষ্যত নিয়ে ছিলেন চিন্তিত।মৃত্যুর মুখে বিয়ে করেছিলেন ওদের মুখের দিকেই তাকিয়ে।মৃত্যুর শয্যার সত্ত্ব বিক্রি করেছিলেন সংবাদ মাধ্যমকে।যাতে ওই টাকায় স্বচ্ছন্দে জীবন কাটাতে পারে তার দুই সন্তান।
মাতৃদিবসের সকালে মায়ের হাতে ফুল ও গ্রিটিংস কার্ড তুলে দিতে চেয়েছিলেন তার দুই সন্তান ববি(৫) আর ফ্রেডি(৪)।কিন্তূ সে সুযোগ আর তাদের হল না। এদিন সকালে এসেক্সের আপ্সায়ারে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জেড গুডি।৪৮ঘন্টা কোমায় আছন্ন থাকার পর প্রিয়জনদের চোখের সামনে চিরতরে জীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি।
রিয়েলিটি শো-এর জগতে গুডি ছিলেন উজ্জ্বল তারকা। লন্ডনে বিগ ব্রাদার্স শো-এ গুডিই প্রথম অংশ নেন ২০০২ সালে।২০০৭ সালে ভারতীয় নায়িকা শিল্পা শেঠীকে বর্ন বৈষম্যমূলক মন্তব্য করার জন্য সারা পৃথিবীর কাছে পরিচিত হন গুডি।পরে ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্সে “বিগ বস” নামে একটি রিয়েলিটি শো-তে অংশগ্রহন করার জন্য ভারতে আসেন গুডি।
এই রিয়েলিটি শো চলাকালীন গুডির কাছে খবর আসে যে তিনি ক্যান্সারে আক্রান্ত।ডাক্তারের নির্দেশে তিনি শো ছেড়ে চলে যান চিকিৎসার জন্য।ফেব্রুয়ারী মাসে ডাক্তাররা জানিয়ে দেন তার সুস্থ্য হওয়ার কোনও সম্ভাবনা নেই।
জীবনের প্রথম দিকটা গুডিকে অনেক কষ্টের মধ্যে কাটাতে হয়েছিল।মদ্যপ লম্পট বাবার অত্যাচারে গুডির জীবন দুর্বিসহ হয়ে ওঠে।তরুন বয়সে পেশা হিসেবে বেছে নেন ডেন্টাল নাসিং।কিন্তু গুডি ছিলেন উচ্চাকাক্ষী।তার উচ্চাকাক্ষা পূরনের প্রথম সুযোগ আসে “বিগ ব্রাদার্স হাউস”নামক রিয়েলিটি শো-এ।এই রিয়েলিটি শো-তে সুযোগ পাওয়ার পর তিনি জগৎ খ্যাত হয়ে ওঠেন।
খ্যাতির এই দীপ্তি বেশীদিন ভোগ করতে পারলেন না গুডি।অল্প কিছুদিনের মধ্যেই ঝরে গেল রিয়েলিটি শো-এর মাধ্যমে জন্ম নেওয়া এই তারকা।
http://vinnobasar.blogspot.com/2009/03/new-ad-to-be-continued.html
No comments:
Post a Comment