Wednesday, March 18, 2009

বরুনের রাজনৈতিক চালাকি - কোনও সাম্প্রদায়িক মন্তব্য করিনি। বোকাবাক্স অন্য তথ্য।


১৮ই মার্চ০৯,কলকাতা
বরুনের রাজনৈতিক চালাকি - কোনও সাম্প্রদায়িক মন্তব্য করিনি। বোকাবাক্স অন্য তথ্য।
ভোটের মুখে তার দল বিজেপি পাশে দাড়ালনা। বিজেপির দুই সংখ্যালঘু নেতা, দলের সহসভাপতি মুখতার আব্বাস নাকভি ও বিজেপির সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহনওয়াজ হোসেন উলটে তিব্র ভাষায় সমালোচনা করলেন বরুনের।


নিবার্চন কমিশন উত্তর প্রদেশ পুলিশকে নির্দেশ দিয়েছে ভারতীয় দন্ডবিধির ও জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারায় বরুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে। অগত্যা নিজেকে বাঁচাতে আস্বিকার করা ছাড়া আর দ্বিতীয় কি উপায় থাকতে পারে ? তাই নিজের মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাড়ালেন বরুন। বললেন- সাম্প্রদায়িক কোন মন্তব্য করেননি। তার মন্তব্য বিকৃত ভাবে পেশ করেছে সংবাদ মাধ্যম।


ওদিকে বরুনের মন্তব্যের গোটা ভিডিও টেপ এখন সংবাদ মাধ্যমের হাতে। ভারতীয় সংবাদ মাধ্যম সেই ভিডিওর ‘আন এডিট ভাসর্ন’ প্রকাশ করে চলেছে অনবরত। সেই ভিডিও টেপে দেখা যাচ্ছে, তার নিবার্চনী কেন্দ্র পিলিভিটে এক জনসভায় বরুন বলছেন- ‘হিন্দুদের দিকে যে হাত উঠবে বরুন গান্ধি সেই হাত শুধু রুখবেই না কেটে ফেলবে’।

কিন্তু বরুন বেমালুম বদলে ফেলেছেন তার এই অভয়বানী। বরুন জানিয়েছেন- সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েই ওই উক্তি করেছেন। বিরোধীরা তার বিরুদ্ধে সড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
বরুনের কেন্দ্র পিলিভিটে সংখ্যালঘু ভোটারের সংখ্যা যথেষ্ট। হিন্দু ভোট এককাট্টা করার প্রচেষ্টাতেই বরুন এরকম সাম্প্রদায়িক উষ্কানিমূলক বক্তব্য রেখেছেন, বলে মনেকরছেন বিশেষজ্ঞ মহল।
অন্দর মহলের খবর, সঙ্ঘ পরিবারের প্রধান কুপ্পহলি সুদশর্ন বরুনের আদর্শ। কট্টর হিন্দুত্ববাদী এই নেতার সাথে প্রায়ই যোগাযোগ করেন বরুন। কুপ্পাহলিকে খুশি করার উদ্দেশ্যেই বরুন এই কট্টর হিন্দুত্বের কার্ড খেলেন।
তা সে যে কৌশলই হোক প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে বরুন গান্ধি যে এখন একেবারেই কোনঠাসা সে বিষয়ে সন্দেহ নেই। তাই বাঁচার জন্য বেছে নিয়েছেন অশ্বথামা হত ইতি গজো’ থিয়োরি।

No comments:

Post a Comment