Friday, March 6, 2009

জোটঃ তৃণমূলের সাথে জোটে দ্বিধাবিভক্ত কংগ্রেসের অন্দর মহল।


দিলীপ সাউ,কলকাতা,৬ই মার্চ'০৯

জোট নিয়ে প্রথম থেকে চাপা উত্তেজনা ছিল কংগ্রেসের অন্দর মহলে। সুব্রত মুখোপাধ্যায় যেনতেন প্রকারে জোটের পক্ষে ছিলেন। কিন্তু জোটের পরেও তার জেতার সম্ভাবনা কম। মমতা বন্দোপাধ্যায় যে আসন গুলি কংগ্রেস কে ছাড়ছেন সে গুলি অধিকাংশই তপসিলি জাতি ও উপজাতি সংরক্ষিত। এখন সুব্রতর বক্তব্য- আমরা জোট চাই কিন্তু যে ভাবে আসন বন্টন হচ্ছে, তা কংগ্রেসের হিতের পক্ষে ক্ষতিকারক। আসন বাছাইয়ে কংগ্রেসের স্বার্থও দেখতে হবে।

অন্য দিকে দীপা দাসমুন্সি, আব্দুল মান্নান, শঙ্কর সিংরা ছিলেন সন্মান জনক শর্তে জোটের পক্ষে। এই জন্য তাদের জোট বিরোধী পর্যন্ত বলা হয়েছিল।

সুব্রত মুখপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য এবং মানস ভুঁইয়া গতকাল দিল্লিতে আহমেদ প্যাটেলের সাথে বৈঠক করলেন। সেখানে আমেদের হাতে সন্মান জনক শর্তে জোট করার বিষয় লেখা এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। ওই একই স্মারক ফ্যাক্স করা হয় সোনিয়া গান্ধিকেও। আহমেদ প্যাটেল ও সোনিয়া গান্ধিকে পাঠানো স্মারক লিপিতে দীপা-মান্নান- শঙ্করের সই চেয়েছিলেন মানস। কিন্তু শঙ্করের সাফ জবাব আগে জোট-বিরোধী বলে এখন আমাদের সই চাওয়ার মানে কি ?

তৃণমূলের সাথে জোট করার ক্ষেত্রে সন্মান জনক শর্তে জোট গঠনের কথা প্রথম থেকেই বলে আসছিলেন দীপা দাসমুন্সি, তার সাফ বক্তব্য- এক তরফা আসন বন্টন কাম্য নয়। দীপা এই ইস্যুতে সোনিয়া গান্ধিরও সমর্থন আদায় করেছেন।

যেনতেন প্রকারে জোট পন্থি নেতারা আসনের গুনগত মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করায়,দীপা-আব্দুল- শঙ্কর শিবিরের সাথে নীতিগত ভাবে এই নেতারা সহমত হলেও মন কষাকষির একটা ছায়া যুদ্ধ, এখনো দ্বিধাবিভক্ত করে রেখেছে প্রদেশ কংগ্রেস।



No comments:

Post a Comment