Friday, January 30, 2009

মাত্র ৫০০ টাকায় ছাত্রদের ল্যাপটপ বিলি করার ব্যাবস্থা করছে কংগ্রেস সরকার

৩০শে জানু'০৯,কলকাতাঃ কিছু দিনের মধেয়্যই নির্বাচন। দামামা বেজেছে ভোটের। এরই মধ্যে চমকপ্রদ ঘোষনা করল কেন্দ্রীয় সরকার, ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুবিধার জন্য মাত্র ৫০০ টাকায় ল্যাপটপ বিলি করা হবে। এত কম দামে ল্যাপটপ বিলির এই ঘোষনা নজির বিহীন।
ফেব্রুয়ারীর শেষে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষনা করবে। সরকারের এই ঘোষনা যে, আসন্ন ভোটকে কেন্দ্র করে সে বিষয়ে কোন সন্দেহ নেই। তরুন এবং নতুন ভোটারদের কংগ্রেস মুখী করার জন্যই এই বিশেষ ব্যবস্থা।
পরিকল্পনা রুপায়নের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে সরকার। বিশেষ এই ল্যাপটপ যাতে কম খরচে প্রস্তুত করা সম্ভব হয় তার জন্য আই.আই.টি মাদ্রাজের কারিগরী সহায়তা নেওয়া হয়েছে।
দুই ওয়ার্ড পাওয়ার ইম্পুট ও দুই জিবি মেমরি সহ এই ল্যাপটপ এর মেমরি বাড়ানোও সম্ভব। প্রযুক্তী গত ভাবে এটি সাধারণ মানের হলেও ভবিষ্যতে আপগ্রেট করা সম্ভব।
‘এই প্রকল্প রুপায়নের কাজ ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি’। জানিয়েছেন উচ্চ শিক্ষা মন্ত্রকের সেক্রেটারি আর.পি.আগরওয়াল।প্রায় কুড়ি হাজার কলেজ ও ইউনিভারসিটি ছাত্র-ছাত্রীর কথা চিন্তা করে এগচ্ছে সরকার। প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে। এই প্রকল্প যে বিশেষ প্রভাব ফেলবে ভোটব্যাঙ্কে সে বিষযে সন্দেহ নেই।

Please visit vinnobasar

sponsorer:Taking care of your parents in Kolkata


No comments:

Post a Comment