Sunday, January 11, 2009

উপ নির্বাচনে জয়ী তিনজন মহিলা......




উপ নির্বাচনে জয়ী তিনজন মহিলা......
দিলীপ সাউ,কলকাতা,৬টা৩০মিঃ
পশ্চিম বঙ্গে তিনটি বিধান সভা উপ নির্বাচনের ফলাফল গতকাল ঘোষনা করা হল।পুরুলিয়ার পারা ও মালদার সুজাপুর বিধান সভা কেন্দ্রের ফল পূর্বের ন্যয় রইল।কেবল মাত্র যে কেন্দ্রটির দিকে বাংলা তথা ভারতের নজর ছিল সেই পূঃমেদিনিপুরের নন্দীগ্রাম বিধান সভা কেন্দ্রটির প্রতি।সেখানে তৃনমূলের ফিরোজা বিবি বামফ্রন্টের সি,পি,আই প্রাথীর থেকে প্রায় ৪০হাজার ভোটের ব্যবধানে ছিনিয়ে নেন।তৃণমূলনেত্রী মমতা ব্যানাজীর প্রাথমিক প্রতিক্রিয়া,এই জয় সন্ত্রাসের প্রতিবাদে এবং বাংলা পরিবর্তনের।বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিক্রিয়া হল পরাজয়ের অনুসন্ধান করা হবে।যদিও সকল রাজনইতিক দলের পূর্ব প্রত্যাশা মতই ফলাফল।আগ্রহ ছিল কেবল জয়ের ব্যবধানের।সেইমত দেখা গেল পারায় সিপিএম,সুজাপুরে কংগ্রেস আগের তুলনায় বেশী ভোটে জয়ী হয়েছে।
জাতীয় কংগ্রেসের মুখপাত্র শুভঙ্কর সরকারের প্রতিক্রিয়া একটু অন্য ধরনের।তিনি বলেন যে,জমি দখলের প্রক্রিয়ার বিরুদ্ধে নন্দীগ্রামের মানুষের রায়।রাহুল গান্ধি যে তরুন প্রজন্মের মাধ্যমে নতুন ভারত গড়ার স্বপ্ন দেখছেন এবং সংগঠনের প্রতিটি স্তরে নতুন প্রজন্ম কে দায়িত্ব দেওয়ার কথা বলছেন তার সেই ইচ্ছার প্রতি সমর্থন জানাচ্ছে দেশের মানুষ,তারই ফল এই সুজাপুরের।




Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com

No comments:

Post a Comment