Tuesday, January 27, 2009

প্রজাতন্ত্র দিবসের ষাট বছরে কি পেলাম কি হারালাম ...।

























































































































প্রজাতন্ত্র দিবসের ষাট বছরে কি পেলাম কি হারালাম ...।

ষাট বছর পেরলো গনতন্ত্র।ষাট বছর মানে একটা যুগ।২৬শে জানুয়ারী ১৯৫০ যে শিশু জন্ম নিয়েছিল এই ভূমিতে ,বাল্য-কৌশর যৌবন পেরিয়ে আজ তার অবসর নেওয়ার পালা।শত শত বছরের কর্মযজ্ঞে একটা দেশ গড়ে ওঠে। কথাটা ধ্রুব সত্য হলেও,একবার ফিরে দেখা প্রয়োজন ষাট বছরে প্রজাতন্ত্রের জন্য ভারতের প্রজারা কি করতে পারলো।
১। প্রথম মহিলা রাষ্ট্রপতি
২। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জয়।
৩।অলিম্পিক ২০০৮ তিনটে সোনা
৪। পোখরানে পরমানু বিস্ফোরন
৫। চন্দ্রযান পেরন
৬। রাকেশ শর্মার মহাকাশ ভ্রমন।
৭। নোবেল পুরস্কার মাদার টেরিজা ও অর্মত্য সেন।
৮। সত্যজিত রায়ের অস্কার
৯। বাংলা দেশ গঠনে ভারতের সহযোগিতা
১০। তথ্য প্রযুক্তির দুয়ার খুলে দিলেন রাজীব গান্ধী।
৬০বছরে বিপর্যয়
১। বাবরি মসজিদ ধ্বংস
২। নিজের দেহ রক্ষীদের গুলিতে প্রান দিলেন ইন্দিরা
৩। আত্মঘাতী হামলায় রাজীব গান্ধীর মৃত্য
৪। পাক আক্রমন কার্গিল যুদ্ধ
৫। চিনের ভারত আক্রমন
৬। পার্লামেন্টে উগ্রবাদী হামলা
৭।মুম্বাইএ সন্ত্রাসবাদী হামলা
৮। মাওবাদীদের উত্থান
৯। গোধরা কান্ড


Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata

No comments:

Post a Comment