
Taking care of your parents in Kolkata
http://www.nriparentalcare.com/

কলকাতা,২৯।০১।০৯ . কিছু দিন আগেই দাম কমে ছিল পেট্রোল ডিজেলের। ৪৫ দিনের মধ্যে কমল আবার সঙ্গে বোনাস রান্নার গ্যাস। দাম কমল ২৫ টাকা সিলিন্ডার পিছু।
মাঝরাতে ঘোষনা করলেন সরকার। কায্যকর মধ্য রাত্রেই।গৃহস্থ পেলো সস্বস্তির এক সকাল।
সন্ধ্যায় ক্যাবিনেট কমিটির বইঠকে স্থির হয় কমানো হবে পেট্রোল ডিজেলের দাম। সিদ্ধান্ত হয় গ্যাস সিলিন্ডারের দাম ও কমানো হবে। লাল ফিতের গেরোয় দাম কমানোর এই সিদ্ধান্তের আটকে না রেখে প্রায় সঙ্গে সঙ্গেই কায্যকর হয় এই নতুন দাম।
ভোটের দামামা বেজেছে লোকসভায়। ভোটের আগে গৃহস্থ কে স্বস্তিদানের এই সিদ্ধান্তের প্রভাব ভোট বাক্সে পড়বে সে বিষয়ে সন্দেহ নেই।
No comments:
Post a Comment