Monday, January 19, 2009

হতাশ এবং রেগে আছেন?? চীনে চালু হচ্ছে রোগী লোকের জন্য স্পেশাল রেস্টুরেন্ট......



হতাশ এবং রেগে আছেন?? চীনে চালু হচ্ছে রোগী লোকের জন্য স্পেশাল রেস্টুরেন্ট......

চীনা সংবাদ পত্র প্রকাশ,চীনে একটি বিশেষ রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে- যেখানে গ্রাহকরা হবেন হতাশাগ্রস্থ মানুষ এবং রাগী মানুষরা।হাইপর টেনশানে বা আবেগ প্রবন লোকেদের বিশেষ ভাবে আমন্ত্রন জানানো হচ্ছে এই বার-কাম- রেস্টুরেন্টে।
রাইজিং সান রাগ মুক্ত করার এই বারটি খুলছে নান জিং যা চীনের পূর্ব প্রান্তের জিয়াং গসু প্রদেশের রাজধানী।
কুড়ি জন শক্তিশালী মডেলকে ইতিমধেয্য নিযুক্ত করা হয়েছে।রাগী গ্রাহকরা যাদের উপর রাগ নিক্ষেপ করবেন ঘুষি বা চড় মেরে।
রাগ প্রকাশের এই অভিনব পদ্ধতি আশ্চর্য জনক। ঝাল মেটানোর এরকম উপযুক্ত পদ্ধতি আর কোথায় পাওয়া যাবে।
তবে মডেলদের তেড়ে ফুড়ে চড়, গালাগাল,লাথি,ঘুষি মারার আগে অবশ্যই পড়ে নিতে হবে টার্মস এন্ড কন্ডিশানস।

Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com

No comments:

Post a Comment