

গরু উত্তর দিকে মুখ করে থাকে কেন??
এক গবেষনায় দেখা গেছে, গরুরা সর্বদা নিদৃষ্ট দিকে মুখ করে থাকতে পছন্দ করে। দিকটা উত্তর। গরুকে গভীর ভাবে পর্যবেক্ষনের পর এই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হযেছে।গবেষনায় এও দেখা গিয়েছে যে গরু স্বভাবসিদ্ধ ভাবে আবহবীদ । বৃষ্টির পূর্বাভাষ করতে গরুর মত পারদশী, আবহাওয়া দপ্তরও নয। এরকম বিচক্ষন অবহাওয়া বিশেষঞ্জ প্রানী সব সময় উত্তর দিকেই কেন মুখ করে বসে থাকেতে পছন্দ করে?এটা কি গরু সুলভ খেয়ালের জন্য নাকি এর পিছনে আছে কনো গুড় রহস্য।ডঃ সাবিনি বিগাল যিনি দুসবারগ বিশ্ববিদ্যালয়ের অন্যতম, ‘গুগুল আর্থের’ মাধ্যমে ব্রিটেন,আয়ারল্যান্ড, ভারত এবং মার্কিন যুক্তরাষ্টের গরু গুলিকে গভির ভাবে পযর্বেক্ষন করে এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন।তিন হাজার হরিনের উপরেও পরীক্ষা করে দেখা গেছে যে তারাও উত্তর মুখি।সূযের আলো বা বাতাসর কোনো বিশেষ সুবিধে জনক অবস্থা কি উত্তর থেকে প্রবাহিত হয়? তা নিয়ে চুল চেরা বিশ্লেষন চলছে। গরুর সাথে সাথে পযর্বেক্ষন করা হচ্ছে অন্যান্ন প্রানীদের উপরেও।এখনো পর্যন্ত আমাদের মনে হয়, চৌম্বকত্বের জন্য ই এরা উত্তর দিকে মুখ করে থাকতে পছন্দ করে। ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স পত্রিকা এক প্রবন্ধে এরকমই মত প্রকাশ করেছে।কিন্তু প্রমান্য তথ্য এখনও কেউ দাখিল করতে পারেনি। অদ্ভুত এই বিষয় নিয়ে গবেষণা চলছে অবিশ্রাম ।হয়ত আর কিছু দিনের মধ্যেই প্রকাশিত হবে প্রামান্য তথ্য সম্বলিত গবেষণা পত্র – ‘গরু কেন উত্তর
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
No comments:
Post a Comment