Saturday, January 17, 2009

তেলের দাম নেই, হুগোসাভেজ’ও বাধ্য হলেন ক্যাপিটালিষ্টদের হুঁকো টানতে........








তেলের দাম নেই, হুগোসাভেজ’ও বাধ্য হলেন ক্যাপিটালিষ্টদের হুঁকো টানতে।


প্রেসিডেন্ট হুগোসাভেজ নিজের সমাজতন্ত্রী ভাবমুর্ত্তী থেকে একটু টলে গেলেন। যে তেলের দাম নিয়ন্ত্রন রেখে তিনি সমাজতন্ত্রের সুফল পঞ্চমুখে প্রচার করতেন সেই তেলের জন্যই মাথা নোয়াতে হল তাকে। তাও, আবার শ্রেনী শত্রু ‘বুর্জোয়া’ তেল ব্যবসায়ীদের কাছে।


ভেনেজুয়েলার রাষ্টপ্রধান লগ্নিকরার জন্য বিদেশী তেল কোম্পানী গুলিকে আমন্ত্রন জানিয়েছেন সোসালিষ্ট ভেনেজুয়েলায় পশ্চিমের কতো গুলি তেল কোম্পানীও রয়েছে এই তালিকায়।
বিশেষ ভাবে আমন্ত্রন জানানো হয়েছে রাজতন্ত্রী আরব সহ মধ্য প্রাচ্যের কিছু তেল কোম্পানীকে।
বুর্জোয়া দের সাথে হানিমুনের এই ঘটনাকে ব্যাখা দিতে গিয়ে সাভেজ টেনে এনেছেন বিশ্ব অর্থনীতির মম্দার প্রসঙ্গ। এই মন্দা ভেনেজুয়েলার অর্থনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। তার পরিকল্পনাকে কত টা ক্ষতিগ্রস্ত করেছে তা বারবার দেশবাসিকে বুঝিয়েছেন সাভেজ।


ভেনেজুয়েলা পেট্রোলিয়াম বিপাকে পড়েছে আভ্যন্তরিন দুর্বল অর্থনীতির কারনে। যা ঢাকা দিতে গেলে প্রয়োজন বিদেশী লগ্নি।তাই দৃপ্ত উত্তপ্ত রোমহস্য মহান নায়ক পুরুষ সাভেজ মাথানত করতে বাধ্য হলেন ,বুর্জোয়া গরিবের রক্ত শোষক তেল মালিকদের সামনে।

“গত দশ বছরে ভেনেজুয়েলায় কোনো বড় তৈল প্রকল্পই তৈরী হয়নি”।আইনি অত্যাচারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক তৈল-কর্মীর মতামত ঠিক এটাই।


আসলে আভ্যন্তরীন দুর্বল অর্থনীতিই সাভেজকে তার অন্যতম মতাদশ গত মিত্র চীন ও রাশিয়ার মত ‘বাজারি অর্থনিতির’ দিকে বেসামাল’হতে বাধ্য করছে।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata











No comments:

Post a Comment