
"আমেরিকাতে এবার কুকুরদের জন্যে যোগব্যায়াম"......
তিনজন নিউ জার্সির যোগব্যায়ম শিক্ষক উঠে পরে লেগেছেন গৃহহীন পশুদের জীবন আনন্দময় করে তোলার লক্ষ্যে।
কলনিয়ার- ডিনা স্মোডলাক, দক্ষিন প্লেইনফিল্ডের ক্যারলি পাওরিললো এবং রককাওয়ালার টিফিনি টুয়ার্ডওয়াস্কী নেমেছেন এই কর্মযজ্ঞে। গৃহহীন ওনাথ পশুদের উদ্ধার করছেন, গড়ে তুলছেন তাদের সুখময় নতুন জীবন।
নিরলস পরিশ্রমে এই মৃতপ্রায় জন্তুদের দিচ্ছেন যোগ ব্যায়ামের প্রশিক্ষন শেখাচ্ছেন হ্যাপি-টেল যোগা। খুব সহজে রপ্ত করা যায় এই অভিনব ব্যায়াম কৌশল। যা পশু জীবন কে করে তোলে সুস্থ ও তরতাজা। আগামি শিক্ষা বর্ষ শুরু হতে চলেছে নতুন শিক্ষা বর্ষ। তিন জন নিউজার্সির শিক্ষক তাদের মুল্যবান সময় ব্যায় করে উপস্থিত থাকবেন এই প্রশিক্ষন শিবিরে।
‘যোগব্যায়াম অন্য সমস্ত ব্যা্যামের থেকে অনেক বেশি কার্যকরি এবং উন্নত’। বলেন জন্তুদের যোগা গুরু টিফিনি টুয়ার্ডওয়াস্কী তিনি আর জানালেন অসহায় জন্তদের জীবন সুখময় করে তোলার জন্য হ্যাপিটেল য়োগ ব্যায়াম কতটা জরুরি। কারন সম্প্রতী তিনি তার দত্তক নেওয়া দুটো মৃতপ্রায় বক্সার কুকুরের উপর এই নব আবিস্কৃত যোগ ব্যায়ামের ধন্যন্তরী ফলাফল প্রত্যক্ষ করেছেন। তাই তিনি চান আরো অনেক এরকম অসুস্থ পশুকে সুস্থ সাভাবিক করে তুলতে।
টিফিনি টুয়ার্ডওয়াস্কী সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন তাদের ওযেবসাইটের মাধ্যমে স্বেচ্ছা সেবক হিবেবে নাম নথিভুক্ত করতে। যদি কেউ হ্যাপি-টেলের যোগা শিক্ষকের ট্রেনিং নিতে আগ্রহি হন তিনিও যোগাযোগ করতে পারেন।পাঠাতে পারেন ডোনেশান-ও। রেজিষ্টার করুন
http://www.happytailsyoga.com/
টিফিনি টুয়ার্ডওয়াস্কী ফোন নম্বর- 980-305-6006
ঠিকানা-
Happy tails,
C/o Tiffiny Twardowsky, P.O Box- 53, Rockaway, NJ07866
তিনজন নিউ জার্সির যোগব্যায়ম শিক্ষক উঠে পরে লেগেছেন গৃহহীন পশুদের জীবন আনন্দময় করে তোলার লক্ষ্যে।
কলনিয়ার- ডিনা স্মোডলাক, দক্ষিন প্লেইনফিল্ডের ক্যারলি পাওরিললো এবং রককাওয়ালার টিফিনি টুয়ার্ডওয়াস্কী নেমেছেন এই কর্মযজ্ঞে। গৃহহীন ওনাথ পশুদের উদ্ধার করছেন, গড়ে তুলছেন তাদের সুখময় নতুন জীবন।
নিরলস পরিশ্রমে এই মৃতপ্রায় জন্তুদের দিচ্ছেন যোগ ব্যায়ামের প্রশিক্ষন শেখাচ্ছেন হ্যাপি-টেল যোগা। খুব সহজে রপ্ত করা যায় এই অভিনব ব্যায়াম কৌশল। যা পশু জীবন কে করে তোলে সুস্থ ও তরতাজা। আগামি শিক্ষা বর্ষ শুরু হতে চলেছে নতুন শিক্ষা বর্ষ। তিন জন নিউজার্সির শিক্ষক তাদের মুল্যবান সময় ব্যায় করে উপস্থিত থাকবেন এই প্রশিক্ষন শিবিরে।
‘যোগব্যায়াম অন্য সমস্ত ব্যা্যামের থেকে অনেক বেশি কার্যকরি এবং উন্নত’। বলেন জন্তুদের যোগা গুরু টিফিনি টুয়ার্ডওয়াস্কী তিনি আর জানালেন অসহায় জন্তদের জীবন সুখময় করে তোলার জন্য হ্যাপিটেল য়োগ ব্যায়াম কতটা জরুরি। কারন সম্প্রতী তিনি তার দত্তক নেওয়া দুটো মৃতপ্রায় বক্সার কুকুরের উপর এই নব আবিস্কৃত যোগ ব্যায়ামের ধন্যন্তরী ফলাফল প্রত্যক্ষ করেছেন। তাই তিনি চান আরো অনেক এরকম অসুস্থ পশুকে সুস্থ সাভাবিক করে তুলতে।
টিফিনি টুয়ার্ডওয়াস্কী সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন তাদের ওযেবসাইটের মাধ্যমে স্বেচ্ছা সেবক হিবেবে নাম নথিভুক্ত করতে। যদি কেউ হ্যাপি-টেলের যোগা শিক্ষকের ট্রেনিং নিতে আগ্রহি হন তিনিও যোগাযোগ করতে পারেন।পাঠাতে পারেন ডোনেশান-ও। রেজিষ্টার করুন
http://www.happytailsyoga.com/
টিফিনি টুয়ার্ডওয়াস্কী ফোন নম্বর- 980-305-6006
ঠিকানা-
Happy tails,
C/o Tiffiny Twardowsky, P.O Box- 53, Rockaway, NJ07866
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
http://www.nriparentalcare.com/
No comments:
Post a Comment